শীতের ছুটিতে অবশ্যই বেরিয়ে আসুন কাছের এই পাহাড়, নদী ও জঙ্গলে ঘেরা সাতকোশিয়া থেকে

শীত কাল এসে গেছে তাই মানুষের ঘুরতে যাওয়ার ধুম বেড়েছে বহুগুনে। তবে আপনি আপনার অফিসে ছুটি পাচ্ছেন না তিন দিনের বেশি? চিন্তা করবেন না আজ আপনাদের এমন একটি নতুনত্ব জায়গার হদিশ দেবো যেখানে গেলে আপনার বন্ধুরাও নিশ্চয়ই জ্বলবে। যারা একটু নিরিবিলি কিংবা একাকিত্ব পছন্দ করে ছুটি উপভোগ করতে চান তাদের জন্য পারফেক্ট ডেস্টিনেশন উড়িষ্যার অসাধারণ জায়গা সাতকোশিয়া।
প্রতি শনিবার হাওড়া স্টেশন থেকে উড়িশার অঙ্গুল যাওয়ার জন্য একটি মাত্র ট্রেন ছাড়ে। সেই অঙ্গুলে নেমে গাড়ি ভাড়া করে আপনাকে চলে যেতে হবে সাতকোশিয়া। ঘন জঙ্গলের মাঝেই অপরূপ সুন্দর রাস্তা আপনাকে গাড়ি থামাতে বাধ্য করবে। পকেটে থাকা ফোন কিংবা বড়ো ক্যামেরার সাথে প্রকৃতির এমন সৌন্দর্য ধরে না রাখা বোকামি ছাড়া আর কিছু নয়।
নদী, বন, পাহাড় এখানে যেন মিলেমিশে একেবারে একাকার হয়ে গেছে। ১৪ মাইল এলাকা জুড়ে অবস্থিত অসাধারণ এই ভ্রমণের স্থান। পূর্বঘাট পর্বতমালার বুক চিরে বয়ে চলেছে মহানদী। আপনি মহানদীর শান্ত জলে নিজের শরীর ভিজিয়ে করে নিতে পারবেন স্নান তবে সাবধান থাকবেন সেখানে কিন্তু প্রচুর পরিমানে কুমির থাকে। আপনি ৩০ মিনিট নদীতে বোটিংও করতে পারেন যা এক আলাদা আনন্দ ও এডভেঞ্চারের মুখোমুখী হবেন।
সাতকোশিয়ায় থাকার বা ঘোরার জায়গা প্রধানত চারটে- টিকরপাড়া, ছোটকেই, পুরুনাকোটে আর লবঙ্গী। এরমধ্যে টিকরপাড়াতে এক রাত অবশ্যই থাকা উচিত। মহানদীর গা বেয়ে গড়ে উঠেছে বিভিন্ন এসি কটেজ এবং তাঁবু। সেখানেই আপনাকে রাত কাটাতে হবে। এ যেন এক অন্য ধরণের রাত হবে প্রতিটি পর্যটকদের জন্য। একটা গাড়ি ভাড়া করে নিয়ে তিন দিন যদি সম্পূর্ণ জায়গায় ঘুরতে পারেন তাহলে তো আর কথাই নেই।