Advertisement
Offbeat

কি সেই জিনিস যা লোহার থেকে শক্ত কিন্তু তুলোর চেয়ে নরম? উত্তর বলতে পারলে আপনি জিনিয়াস

Advertisement
Advertisements

চাকরির জন্য ইন্টারভিউ দিয়ে থাকেন অনেকেই। এই ইন্টারভিউ ভালো বা খারাপের উপরে দাঁড়িয়ে থাকে স্বপ্নের চাকরির। কিন্তু জানেন কি অনেকেই এই বিশেষ সময়ে নার্ভাস হয়ে যান। ছোট রুমের মধ্যে অনেকে বসে তারপর একের পর এক প্রশ্নবান আপনার দিকে ধেয়ে আসে। বই নয় বরং বুদ্ধি ও সাধারণ জ্ঞানের মধ্যে দিয়েই এই ইন্টারভিউতে আপনি সফলতা আনতে পারবেন। ইন্টারভিউতে যে ধরণের প্রশ্ন জিজ্ঞেস করে নিশ্চয়ই সে সম্পর্কে আপনারা অবগত আছেন। কেমন প্রশ্ন হবে তা আপনারা নিশ্চয়ই জানতে আগ্রহী থাকেন? সেই কারণেই ইন্টারভিউতে জিজ্ঞেস করা সবথেকে জনপ্রিয় ১০টি প্রশ্ন ও তার উত্তর নিয়ে হাজির হয়েছি আমরা এই প্রতিবেদনে।

১) স্বর্ণ মন্দির ভারতের কোন রাজ্যে আছে ও কে নির্মাণ করেছেন?

Advertisements

উত্তর – পাঞ্জাব রাজ্যর অমৃতসরে আছে স্বর্ণমন্দির। গুরু রামদাস সেটি নির্মাণ করেছিলেন।

Advertisements

২) বৃষ্টির জলে উপস্থিত কোন ভিটামিন?

উত্তর – ভিটামিন B12

৩) কোন রাজ্যে জাফরান চাষ হয়?

উত্তর – কাশ্মীর উপত্যকা অঞ্চলের কারেওয়া -তে।

৪) লোহার থেকে শক্ত ও তুলোর থেকে নরম জিনিসের নাম কি?

উত্তর – মানুষের মন।

৫) ক্রীড়া প্রশিক্ষকদের কোন সম্মান দেওয়া হয়?

উত্তর – দ্রোণাচার্য পুরস্কার।

৬) দেশের প্রাচীনতম পর্বতমালা কোনটি?

উত্তর – আরাবল্লী পর্বত।

৭) ছোটনাগপুর মালভূমির প্রধান নদী কোনটি?

উত্তর – দামোদর।

৮) প্রাচীন দিল্লির নাম কি?

উত্তর – ইন্দ্রপ্রস্থ

৯) দেশের সাংবিধানিক প্রধানমন্ত্রী কে?

উত্তর – রাষ্ট্রপতি।

১০) ভারতের তৈরী প্রথম উপগ্রহটির নাম কি ছিল?

উত্তর – আর্যভট্ট।