Offbeat

ইন্টারভিউ প্রশ্নঃ কোন জিনিস ছেলেরা পায় একবার কিন্তু মেয়েরা পায় দুবার? ৯৯% মানুষই জানেন না!

Advertisement

Interview Questions: অনেকেই ইন্টারভিউ (Interview) শব্দটি শুনলেই খুব নার্ভাস হয়ে যান। লিখিত পরীক্ষার পরে এই ইন্টারভিউ একটা মস্ত কাজ। ছোট রুমের মধ্যে অনেকে বসে, তারপর একের পর এক প্রশ্নবান আপনার দিকে ধেয়ে আসে। বই নয় বরং বুদ্ধি ও সাধারণ জ্ঞানের মধ্যে দিয়েই এই ইন্টারভিউতে আপনি করতে পারেন কামাল। ইন্টারভিউতে যে ধরণের প্রশ্ন জিজ্ঞেস করে নিশ্চয়ই সে সম্পর্কে আপনারা অবগত আছেন। কেমন প্রশ্ন হবে তা আপনারা নিশ্চয়ই জানতে আগ্রহী থাকেন। সেই কারণেই ইন্টারভিউতে জিজ্ঞেস করা সবথেকে জনপ্রিয় ১০টি প্রশ্ন ও তার উত্তর নিয়ে হাজির হয়েছি আমরা এই প্রতিবেদনে।

১) কোন দেশের মানুষ নীল জিন্স পড়তে পারেন না?

  • উত্তর – উত্তর কোরিয়া

২) এমন কোন জিনিস যা ছেলেরা একবার পেলেও মেয়েরা দুবার পায়?

  • উত্তর – বিয়ের পরের পদবী।

৩) ২০২৩ সালের কোন মাসে ২৮ দিন আছে?

  • উত্তর – প্রতি মাসেই ২৮ দিন আছে। অনেকে এই প্রশ্নের উত্তরে বলেন ফেব্রুয়ারী মাসের নাম।

৪) মাম্বা কি?

  • উত্তর – এটি একটি সাপের নাম। ব্ল্যাক মাম্বা মূলত খুবই বিষধর এক ধরণের সাপ।

৫) রক্ত দান করলে কতদিনের মধ্যে তা পূরণ হয়?

  • উত্তর – ২৪ থেকে ৪৮ ঘন্টা।

৬) কোন দেশে কোনো কৃষিকাজ হয় না?

  • উত্তর – সিঙ্গাপুর।

৭) কেরালা রাজ্যের বিখ্যাত একটি উৎসবের নাম কি?

  • উত্তর – ওনাম। যা প্রতিবছর ধান কাটার সময় পালিত হয়।

৮) দেশের কোন রাজ্যে হীরার খনি আছে?

  • উত্তর – ছত্রিশগড় ও অন্ধ্রপ্রদেশ রাজ্যে।

৯) ইংরেজিতে সবথেকে কোন অক্ষরটি বেশি ব্যবহৃত হয়?

  • উত্তর – E

১০) আজ পর্যন্ত দখল করতে পারেনি এমন একটি দেশ কোনটি?

  • উত্তর – নেপাল।