
আজকালকার দিনে সকলেই স্মার্টফোন ব্যবহার করেন। যে যত দাম দিয়ে কেনেন সেই স্মার্টফোনে সুবিধা তত বেশি। ফোন ছাড়া যেন মানুষের এক মুহূর্ত চলে না।। গেম খেলা তো রয়েছেই পাশাপাশি বিভিন্ন দরকারি জিনিসগুলো এই যেমন ধরুন রিচার্জ করা, বিল পেমেন্ট, হোটেল বুকিং, কাউকে টাকা পাঠানো এই সমস্ত কাজগুলি এখন মোবাইল ফোনের মাধ্যমেই মানুষজন করে থাকেন। এককথায় স্মার্ট ফোন ছাড়া মানুষ এখন অচল।
তাহলে যারা স্মার্টফোন ব্যবহার করেন তারা নিশ্চই জেনে থাকবেন যে, স্মার্টফোনের নিচের দিকে একটি ছিদ্র থাকে। যাতে না চার্জ করা যায়, না ঢোকানো যায় কোনো হেডফোন। স্মার্টফোনের চার্জিং পোর্টের পাশেই থাকে এই ছিদ্রটি। কিন্তু সেটা কি কাজে লাগে তা জানেন না কেউই। কিন্তু ওটা তাহলে কেন থাকে সেই নিয়ে আমাদের অনেকের মনেই অনেক রকমের প্রশ্ন আসে। আজকের এই প্রতিবেদনে আমরা সে বিষয়েই জানাবো।
আসলে ওই ছিদ্রটির নাম হল ‛নয়েজ ক্যানসেলেশন মাইক্রোফোন’। আসলে ওটির কাজ হয় কথা বলার সময়। আপনি যখন কাউকে ফোন করেন তখন সেটি সক্রিয় হয়ে ওঠে। আর যার কারণেই যেকোনো অংশ থেকে সহজেই ফোনের উল্টোদিকে থাকা মানুষটির সঙ্গে কথা বলা যায়। এমনকি কোনো কারণে যদি মুখ থেকে ফোন সরেও যায় তাও আমরা কথা শুনতে পারি। মূলত শব্দ শোনার জন্যই এটি কাজে লাগে।
কখনও এমন হয়ে থাকে যে, আমরা যেখান থেকে কথা বলি তার আশেপাশে প্রচুর আওয়াজ রয়েছে। আর সেইসময় এই ছিদ্রটি ওই আওয়াজকে অনেকটাই দূর করে দেয়। যার ফলে দুটো মানুষের মধ্যে কথাবার্তা ঠিকভাবে হয়। তাহলে জেনে গেলেন নিশ্চই ওই ছিদ্রের কাজ কি।