হাসপাতালের অস্ত্রোপচার কক্ষকে ‘অপারেশন থিয়েটার’ কেন বলা হয়? ৯৯% মানুষ বলতে পারে না

‘থিয়েটার’ যুগ যুগ ধরে মানুষের বিনোদনের মাধ্যম হয়ে উঠেছে এই জায়গাটি। তবে তার আগেই যদি একটি ‘অপারেশন’ কথাটি যুক্ত করে দেওয়া হয় তাহলে কিন্তু পুরো ভাবনা পরিবর্তন হয়ে যাবে। ‘অপারেশন থিয়েটার’ শুনতেই মানুষের ভ্রু কুঁচকে যাবে তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু কোনোদিন ভেবে দেখেছেন এমন একটি ছোট ঘরকে থিয়েটারের সঙ্গে তুলনা করা হয় কেন?
মূলত বিনোদনমূলক অনুষ্ঠানের জন্যই থিয়েটার ব্যবহার করা হয়ে থাকে। নাটক, গান, নাচ এসব কিছুই থিয়েটারের অঙ্গ হিসাবে ধরা হয়। সহজ ভাষায়, শিল্প প্রদর্শনের স্থানকে বাংলায় রঙ্গমঞ্চ এবং ইংরেজিতে থিয়েটার বলা হয়। তবে জানেন কি অপারেশন থিয়েটারকে বাংলায় কি বলা হয়? ৯৯% মানুষই এই সহজ প্রশ্নের উত্তর দিতে ব্যার্থ হয়েছেন।
হাসপাতালের অস্ত্রোপচার কক্ষকে অপারেশন থিয়েটার বলা হয়। খেলাধুলার জন্য যে স্থান তাকে ইংরেজিতে বলা হয় স্টেডিয়াম এবং বিনোদনের জন্য বড় জায়গাকে বলা হয় অডিটোরিয়াম। ঠিক একইভাবে অস্ত্রপ্রচার করার নির্দিষ্ট জায়গাকে অপারেশন থিয়েটার বলা হয়। তবে অপারেশন থিয়েটারকে বাংলায় বলা হয় ‘দেখার জায়গা’।
আদতে এই শব্দটি একটি ইংরেজি গ্রিক শব্দ থেকে নেওয়া হয়েছে। তবে সাড়া বিশ্বে একই নামে কার্যত ডাকা হয় যা অপারেশন থিয়েটার কিংবা ‘ওটি’ নামেই সবাই চেনেন। বর্তমানে সবাই বাংলা নয় বরং ইংরেজি নামেই বেশি বলার চলন আছে। গ্রাম বাংলায় যদিও এখনও কিছু ক্ষেত্রে বাংলা ভাষার সম্পূর্ণ প্রয়োগ আছে।