×
Offbeat

মেয়েরা রাত জেগে ইন্টারনেটে সার্চ করেন এই পাঁচটি জিনিস

ইন্টারনেট পৃথিবীকে মানুষের হাতের মুঠোয় এনে দিয়েছে। একটা সার্চ দিয়েই যে কোন বিষয়ে সমস্ত তথ্য গুগলে পাওয়া যায়। আগ্রহ অনুযায়ী সবাই বিভিন্ন বিষয়ে গুগুল সার্চ করেন। নারীরা ইন্টারনেটে কি সার্চ করেন জানলে অবাক হয়ে যাবেন। চলুন দেখে নেওয়া যাক মহিলারা কি বিষয় নিয়ে গুগলে সার্চ করেন।

মেয়েরা রাত জেগে ইন্টারনেটে সার্চ করেন এই পাঁচটি জিনিস -

১. সব মহিলাই চান তাঁকে খুব সুন্দরী দেখতে লাগুক। দেহের অবাঞ্ছিত লোম সৌন্দর্যের পথে বাধা। তা পরিষ্কার কিভাবে করা যায় এতে মহিলাদের ভীষণ আগ্রহ। পুরুষদের এই বিষয়ে আগ্রহ নেই। আসলে মহিলারা রূপ সচেতন। তাঁরা রূপচর্চা করতে ভালবাসেন। তাই দেহের অবাঞ্ছিত লোম কিভাবে নির্মূল করা যায় তা নিয়ে মহিলারা বহুল পরিমাণে নেট সার্চ করেন।

২. মহিলারা নেটে প্রধাণত চাকরি খোঁজেন। আধুনিক নারীরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে চান। পুরুষের সাথে কাঁধ মিলিয়ে কাজ করতে চান। এজন্য মেয়েরা ইন্টারনেটে জব সার্চ করেন।

মেয়েরা রাত জেগে ইন্টারনেটে সার্চ করেন এই পাঁচটি জিনিস -

৩. কালো ত্বক কিভাবে ফর্সা করা যায় এই বিষয়ে মহিলারা ভীষণ ইন্টারনেট সার্চ করেন। পুরুষদের থেকে মহিলারা এ সম্পর্কে অনেক বেশি সার্চ করেন। মহিলারা ফর্সা ও উজ্জ্বল ত্বক চান।

৪. মহিলারা ইন্টারনেটে রেসিপি সার্চ করেন। পরিবারের মানুষদের নিত্যনতুন পদ রেঁধে খাওয়াতে সব মহিলাই ভালবাসেন। তথ্য অনুযায়ী করোনা অতিমারীর কালে গৃহবন্দী অবস্থাতেই প্রচুর পরিমাণে রেসিপি সার্চ করেছেন মহিলারা।

মেয়েরা রাত জেগে ইন্টারনেটে সার্চ করেন এই পাঁচটি জিনিস -

৫. মহিলারা চুলের যত্ন নিয়ে খুব সচেতন। চুলে শ্যাম্পু করা সম্পর্কে তাঁরা খুব নেট সার্চ করেন। কোন শ্যাম্পু চুলের জন্য ভালো কিংবা বাড়িতে কিভাবে প্রাকৃতিক শ্যাম্পু তৈরি করা ইত্যাদি বিষয়ে তাঁদের আগ্রহ পুরুষদের তুলনায় অনেক বেশি।