Offbeat

IPS Success Story : কোচিং ছাড়াই প্রথম চেষ্টায় UPSC-তে সফল! সিনেমার গল্পকেও হার মানাবে IPS সাইনির জীবন কাহিনী

ছিলো না কোচিং, জীবন যুদ্ধে হার না মেনে প্রথম চেষ্টাতেই UPSC-তে সফল হয়ে IPS অফিসার, সিনেমার গল্পকেও হার মানাবে মনজিল সাইনির জীবন কাহিনী

কথায় বলে, ইচ্ছে থাকলেই উপায় হয়। কেবলমাত্র ইচ্ছে শক্তির জোরেই জীবনে সফল হওয়া যায়। নানান প্রতিকূলতাকে পেছনে ফেলে কীভাবে জীবনে এগিয়ে যাওয়া যায় সে কথা বহুবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন অনেকেই। এই তালিকাতেই রয়েছেন IPS অফিসার মনজিল সাইনি (Manzil Saini)। কঠিন পরিশ্রম আর কিছু করে দেখানোর অদম্য জেদের কারণেই আজ সফল হতে পেরেছেন তিনি। সকলের কাছে তিনি পরিচিত ‘লেডি সিংঘাম’ নামে।

ছোটোবেলা থেকেই যথেষ্ট মেধাবী ছিলেন মনজিল সাইনি (Manzil Saini)। সেন্ট স্টিফেন কলেজে পদার্থবিদ্যা নিয়ে পড়াশোনা করেছেন তিনি। এরপর সুযোগ পান দিল্লি স্কুল অফ ইকোনোমিক্স এ পড়াশুনো করার। পড়াশোনা শেষ করে কর্পোরেট জগতে চাকরি শুরু করেন তিনি। পাশাপাশি চালিয়ে যাচ্ছিলেন ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষার জন্য প্রস্তুতি। কোচিং ছাড়াই পরীক্ষায় বসেন তিনি। প্রথমবারেই আসে সফলতা। বর্তমানে তিনি দেশের অন্যতম আইপিএস অফিসার।

2005 সালের ব্যাচে ইন্ডিয়ান পুলিশ সার্ভিসেস অফিসার হন মনজিল সাইনি (Manzil Saini)।  উত্তরপ্রদেশ পুলিশ সার্কেলে তিনি পরিচিত ‘লেডি সিংহাম’ নামে। লখনৌতে সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ এর ভূমিকায় সে রাজ্যের প্রথম মহিলা অফিসার তিনি।

পুলিশ অফিসার হিসেবে অসংখ্য ঘটনার তদন্তের কিনারা করেছেন তিনি। যার মধ্যে অন্যতম হলো কুখ্যাত অমিত কুমার কিডনির র‍্যাকেটের তদন্ত। আসলে ‘কিডনি চুরির’ অভিযোগ আসে তার কাছে। ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত ডক্টর অমিত কুমারকে গ্রেফতার করেন তিনি। 2021 সালে মনজিল সাইনি (Manzil Saini) ন্যাশেনাল সিটি ইন্সপেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত হন। কর্মজীবনে প্রথম থেকেই একজন কর্তব্যপরায়ণ পুলিশ অফিসার হিসেবে দায়িত্ব পালন করে চলেছেন তিনি।