Anshika Verma : কোচিং ছাড়াই UPSC-তে সফল! সিনেমার গল্পকেও হার মানাবে IPS আনশিকা বর্মার জীবন কাহিনী

Anshika Verma : আমলা কিংবা উচ্চপদস্থ পুলিশ আধিকারিক হতে গেলে খরচ করতে হয় লাখ লাখ টাকা। আসলে UPSC-র মতো কঠিন পরীক্ষায় যদি সাফল্য পেতে হয় তাহলে নিতে হয় কোচিং। আর সে কারণেই বিপুল অঙ্কের টাকা খরচ করেন পরীক্ষার্থীরা। প্রত্যেক বছর সিভিল সার্ভিস পরীক্ষায় বসেন লাখ লাখ চাকরি প্রার্থী। বিগত কয়েক বছরে আগের তুলনায় অনেকটাই প্রশিক্ষণ ফি বাড়িয়ে নিয়েছে বেসরকারি কোচিং সেন্টারগুলি। এই ফি দেওয়ার ক্ষমতা না থাকার কারণে বহু তরুণ তরুণী মুখ ফিরিয়ে নিচ্ছেন দেশের অন্যতম এই কঠিন পরীক্ষা থেকে।
View this post on Instagram
তবে IAS বা IPS হতে গেলে এই ধরনের কোচিং সেন্টারের প্রশিক্ষণ যে লাগবেই এমনটাও কিন্তু নয়। এমন অনেকেই রয়েছেন যারা সম্পূর্ণ নিজের ইচ্ছে শক্তির ওপর নির্ভর করেই কোনো প্রশিক্ষণ ছাড়াই UPSC পরীক্ষায় পেয়েছেন সাফল্য।
View this post on Instagram
এমনই একজন IPS অফিসার হলেন আনশিকা বর্মা (Anshika Verma)। তাঁর জীবন যুদ্ধের গল্প হার মানাবে বলিউড সিনেমাকেও। ইঞ্জিনিয়ার থেকে তিনি হয়ে উঠলেন সিভিল সার্ভেন্ট। বর্তমানে তিনি উত্তর প্রদেশের ক্যাডারের একজন সরকারি কর্মচারী।
View this post on Instagram
নয়ডা থেকে প্রাথমিক স্কুলের পড়াশুনা সম্পূর্ণ করেছেন আনশিকা বর্মা (Anshika Verma)। এরপর 2018 সালে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এ বিটেক ডিক্রি লাভ করেন তিনি। 2019 সালে দেশের সবচেয়ে কঠিন এই পরীক্ষায় বসে ছিলেন আনশিকা (Anshika Verma)। তবে সেবার আসেনি সাফল্য। এরপর 2020 সালে দ্বিতীয় প্রচেষ্টায় UPSC পরীক্ষায় পাস করেন তিনি। তাঁর বাবা উত্তরপ্রদেশ ইলেক্ট্রিসিটি কর্পোরেশন লিমিটেড-এ কর্মরত ছিলেন। বর্তমানে তিনি অবসরপ্রাপ্ত কর্মচারী। মা গৃহবধূ। কেবলমাত্র নিজের চেষ্টায় আজ আইপিএস অফিসার হতে পেরেছেন আনশিকা (Anshika Verma)।
View this post on Instagram