ছেলের স্বপ্ন পূরণ করতে বাবা ছেড়েছিলেন চাকরি, বর্তমানে সেই ছেলে ভারতীয় U-19 দলের ক্যাপ্টেন

সাফল্য কখনো একদিনে আসে না। তার জন্য দীর্ঘদিন ধরে স্বপ্ন দেখতে হয়, অনেক স্ট্রাগল করতে হয়। এই স্ট্রাগলের সময় অভিভাবকদের পাশে থাকার দরকার হয়। অভিভাবকরা ছেলেমেয়েদের নিয়ে স্বপ্ন দেখেন এবং সেই স্বপ্ন সত্যি করার জন্য অনেক আত্মত্যাগ করেন। আজ যশ ধুলের (Yash Dhull) বাবার স্বপ্ন ও আত্মত্যাগ নিয়ে কথা বলব।
UAE তে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ভারতের অধিনায়ক ছিলেন যশ। তিনি ভারতের তরুণ প্রজন্মের ক্রিকেটারদের মধ্যে একজন। যশ জানান তিনি ভারতীয় ক্রিকেট টিমের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলিকেই (Virat Kohli) নিজের আদর্শ হিসেবে মনে করেন।
দিল্লির জনকপুরি অঞ্চলে বড় হয়ে উঠেছেন যশ ধুল। তাঁর বাবা বিজয় ধুল (Bijay Dhull) ছিলেন একজন সেনাবাহিনীর জওয়ান। রিটায়ার নেওয়ার পর একটি বেশ ভালো কোম্পানিতে চাকরি করতেন। ছেলের ক্রিকেট খেলার স্বার্থে সেই চাকরি ছেড়ে দিয়ে কম বেতনের চাকরি নেন, যাতে ছেলেকে সময় দিতে পারেন। মিলিটারির পেনশানের টাকায় বেশ সাধারণভাবেই তাঁদের সংসার চলত। সংসারে টাকা কম থাকা সত্ত্বেও ছোট থেকেই ছেলের খেলার জন্য কোন কার্পণ্য করেননি যশের বাবা। দামী ইংলিশ উইলো ব্যাট কিনে দিয়েছিলেন ছেলেকে।
নিজের খেলার গুণেই অনূর্ধ্ব-১৬ তে দিল্লী ক্রিকেট টিমকে নেতৃত্ব দেন যশ। তাঁর ও তাঁর বাবার স্বপ্ন ছিল ভারতীয় দলের হয়ে ব্যাট করার। সেই স্বপ্ন কিছুটা হলেও পূরণ হয়েছে। ভারতীয় ক্রিকেট অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক হওয়াটা খুব সহজ কথা নয়। আশা করা যায় ভবিষ্যতে সিনিয়র ভারতীয় দলেও একইভাবে দাপটের সঙ্গে খেলতে দেখা যাবে যশ ধুলকে।