Offbeat

IAS Tejasvi : কোচিং ছাড়াই UPSC-তে বাজিমাত! দ্বিতীয় চেষ্টাতেই IAS অফিসার হয়ে তাক লাগালেন তেজস্বী রানা

প্রথম চেষ্টায় ব্যর্থ, জীবন যুদ্ধে হার না মেনে দ্বিতীয় চেষ্টাতেই UPSC-তে সফল হয়ে IAS অফিসার, সিনেমার গল্পকেও হার মানাবে তেজস্বী রানার জীবন কাহিনী

ইচ্ছে শক্তির কাছে হার মানতে হয় সবকিছুকেই। মনের জেদ থাকলে জীবনে সাফল্য আসবেই। এই কথা আমাদের চোখে আঙুল দিয়ে প্রমাণ করে দিয়েছেন অনেকেই। আর এবার সেই তালিকায় নাম জুড়লো হরিয়ানার কুরুক্ষেত্রের বাসিন্দা তেজস্বী রানার। তাঁর সাফল্যের কাহিনী অনুপ্রাণিত করবে বর্তমান প্রজন্মকে।

2015 সালে প্রথমবার সিভিল সার্ভিস পরীক্ষায় বসেছিলেন তেজস্বী রানা। সে সময় প্রিলিমসে উত্তীর্ণ হয়ে গেলেও মেইন পরীক্ষায় পাশ করতে পারেননি তিনি। যদিও হাল ছাড়তে নারাজ ছিলেন তিনি। আর সে কারণেই নতুন করে শুরু করেন ইউপিএসসির প্রস্তুতি। 2016 সালে পুনরায় পরীক্ষায় বসেন। মিলেও যায় সাফল্য।

ছোটবেলা থেকে ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখতেন তেজস্বী রানা। দ্বাদশ শ্রেণী পাস করার পরেই মেন পরীক্ষায় বসেন তিনি। সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এডভান্স পরীক্ষাতেও পাস করে ভর্তি হন আইআইটি কানপুরে। সেখানে পড়াশোনা চলাকালীন শুরু করে দেন সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতি। প্রথমবার সফলতা না আসলেও দ্বিতীয়বার আসে সাফল্য। তবে তিনি যে কেবলমাত্র ইউপিএসসি টপার হিসেবেই পরিচিত এমনটা কিন্তু নয়। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, বিনা কোচিংয়েই সফলতা পেয়েছেন তিনি।

এক সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে আইএএস অফিসার তেজস্বী রানা জানান, ‘ভালো করে অনুশীলন করে নিয়েছিলাম ইউপিএসসির সিলেবাস। ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত এনসিআরটির সমস্ত বই জোগাড় করেছিলাম। এরপর পুঙ্খানুপুঙ্খভাবে করে গেছি পড়াশুনা। নিজে নিজেই নানান প্রশ্নের উত্তর লিখে মক টেস্টের মাধ্যমে তার উত্তরপত্র মূল্যায়ন করতাম’।

উল্লেখ্য, বর্তমানে ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের অফিসার হিসেবে তিনি কর্মরত করেছেন পশ্চিমবঙ্গের কালিম্পং- এ। বেশ কয়েক বছর আগেই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। আইপিএস অফিসার অভিষেক গুপ্তার সঙ্গে বাধা পড়েছেন সাত পাকে। ব্যক্তিগত জীবন এবং কর্মজীবন সমান তালে সামলে চলেছেন তেজস্বী রানা।