উচ্চতা মাত্র ৩ ফুট! কঠোর পরিশ্রম করে UPSC পাশ করে IAS অফিসার হয়ে তাক লাগিয়েছেন যুবতী, কুর্নিশ দেশবাসীর

১৯২৬ সালের ১লা অক্টোবর দিনটা মনে রাখার মতো ছিল। ব্রিটিশদের অধীনে থাকা ভারতীয়রা তখন থেকে দেশের সবথেকে কঠিন পরীক্ষায় অংশগ্রহণ করতে পেরেছে। নিজের প্রতিভা থাকলেই দেশের সবথেকে বড়ো পরীক্ষায় সফল হতে পারবেন আপনি। ঠিক যেমনটা হয়েছেন আরতী ডোগরা (Arti Dogra)। উচ্চতা তার তিন ফুট মাত্র। ছোট থেকে আর পাঁচ জনের মতো লম্বায় বেড়ে না উঠলেও সফলতার এই মাপকাঠিতে সবার থেকে এগিয়ে গেছেন তিনি।
শরীরে প্রোজেস্টেরন হরমোন ক্ষরণ খুব কম। তাই আরতি আর কোনোদিন বাড়বে না সেই কথা জানিয়ে দেন ডাক্তার। কার্যত সমাজ তাকে ব্রাত্য করেছিল। কিন্তু মেয়ের প্রথম থেকেই ইচ্ছে ছিল সে বড় হয়ে একজন প্রতিষ্ঠিত আইএএস অফিসার হবে। কার্যত ইচ্ছার কথা বললেও যে সবাই হেসে উড়িয়ে দিতো। কিন্তু নিজের ইচ্ছাতেই কোচিংয়ে ভর্তি হয়ে ইউপিএসসি জন্য তৈরী হতে থাকেন তিনি।
২০০৬ সালে তিনি Indian Administrative Service বা IAS পদে নিযুক্ত হন। দেরাদুন, উত্তরাখন্ডের মেয়ে আরতি এখন রাজস্থানের কৃষি দপ্তরে কর্মরত। ৪১ বছরের আরতি নিজেকে যেভাবে প্রতিষ্ঠা করেছেন তা সত্যি অবিশ্বাস্য। ২০১৯ সালে তৎকালীন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের (Ramnath Kovind) হাত থেকে জাতীয় সম্মান পান।
আজ লক্ষ লক্ষ প্রতিবন্ধীদের কাছে এক অনুপ্রেরণা আরতী। নিজের উচ্চতাকে কোন বাধা নয় বরং চ্যালেঞ্জ হিসেবে দেখেছে আরতী। তাই আজ তার পায়ের কাছে মাথা নত করে দীর্ঘকায় মানুষেরা। সমাজে পিছিয়ে পড়া মানুষের কাছে তিনি নিদর্শন সৃষ্টি করেছেন। জেদ ও ইচ্ছা থাকলে সবকিছু হাসিল করা সম্ভব তার প্রকৃত নিদর্শন আরতি নিজেই।