Offbeat

মাথার উপর ছিলো না ছাদ, কঠিন পরিশ্রমের পর UPSC-তে সফল হয়ে সকলকে তাক লাগালেন IAS অনিল বসাক

মাথার উপর ছিলো না ছাদ, জীবন যুদ্ধে হার না মেনে UPSC-তে সফল হয়ে IAS অফিসার, সিনেমার গল্পকেও হার মানাবে অনিল বসাকের জীবন কাহিনী

দারিদ্রতা ছিল নিত্যসঙ্গী। বাবা ছিলেন ফেরিওয়ালা। মাথার উপর ঠিকঠাক ছাদটুকুও জোটেনি। চরম আর্থিক সংকটের মধ্যে দিয়ে কেটেছে দিন। যদিও থেমে থাকেনি স্বপ্ন। নিজের জেদ আর কিছু একটা করে দেখানোর ইচ্ছে প্রতিটা মুহূর্ত তাড়া করে বেড়াতো বিহারের কিষাণগঞ্জের যুবক অনিল বসাককে (Anil Basak)। অধ্যাবসায়কে হাতিয়ার করেই আজ তিনি IAS অফিসার। UPSC পরীক্ষায় তাঁর র‍্যাঙ্ক ছিল 45।

বিহারের কিষাণগঞ্জের একটি নিম্নবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন অনিল বসাক (Anil Basak)। ছোটোবেলা থেকেই ছিলেন মেধাবী ছাত্র। বাবা বিনোদ বসাক পেশায় ছিলেন ফেরিওয়ালা। সকলের বাড়ির দরজায় দরজায় গিয়ে জামা কাপড় বিক্রি করতেন তিনি। আর্থিক প্রতিকূলতা বরাবর ছিল নিত্যসঙ্গী। নিজে স্কুলের গণ্ডি পেরোতে না পারলেও ছেলেকে মাথা উঁচু করে বাঁচতে শিখিয়েছেন। সামান্য টাকা আয় করেই চালিয়ে গেছেন অনিলের লেখাপড়া। হাজার প্রতিকূলতা থাকলেও হাসিমুখে সহ্য করেছেন সবটাই।

জীবনে বড় হয়ে ওঠার স্বপ্ন দেখতেন বর্তমানের IAS অফিসার অনিল বসাক (Anil Basak)। ইচ্ছা শক্তির উপর ভর করে পেরিয়ে গেছেন একের পর এক ধাপ। 2014 সালে দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ হওয়ার পরেই তিনি সুযোগ পান আইআইটি দিল্লিতে পড়াশোনা করার। শুরু হয় সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা। পাশাপাশি চালিয়ে যাচ্ছিলেন সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতি।

প্রথমবার সেই পরীক্ষাতে বসলেও আসেনি সাফল্য। দ্বিতীয়বার 616 নম্বরে উঠে এসেছিল তাঁর নাম। তবে নিজের ফলাফলে মোটেই খুশি ছিলেন না অনিল। আর সে কারণেই তৃতীয়বার তিনি বসেন পরীক্ষায়। এরপরই মিলে যায় সাফল্য। 2021 সালে UPSC পরীক্ষা দিয়ে সকলকে পেছনে ফেলে তাঁর র‍্যাঙ্ক হয় 45। তাঁর সাফল্যের পিছনে যে পরিবার এবং বন্ধুদের হাত রয়েছে সে কথা স্বীকার করে নিয়েছেন IAS অফিসার অনিল বসাক।