Offbeat

ভারতীয় রেলওয়ের সবচেয়ে ছোট নামের রেল স্টেশন, অবস্থিত পশ্চিমবঙ্গের পাশের রাজ্যে

Advertisement

ভারতীয় রেলের (Indian Railways) পরিষেবা নেননি এমন মানুষ দেশে হয়তো নেই। গরিব থেকে ধনী কার্যত সবার জন্যই একই ভাড়া ও একই ধরণের পরিষেবা পাওয়া যায় রেলে। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করে থাকেন ট্রেনের সাহায্যে। তবে ট্রেনে যাতায়াত করলেও আমরা ভারতীয় রেল সম্পর্কে অনেক কিছুই জানি না। তেমনই আপনাকে যদি জিজ্ঞেস করা হয় দেশের সবথেকে ছোট রেল স্টেশনের (Small Name Station) নাম কি পারবেন উত্তর দিতে? পারবেন না তাই তো! লক্ষ্য করবেন প্রতিটি রেল স্টেশনের নামের মধ্যে কিন্তু বিশেষ কিছু অর্থ লুকিয়ে থাকে।

ভারতীয় রেলওয়ের সবচেয়ে ছোট নামের রেল স্টেশন, অবস্থিত পশ্চিমবঙ্গের পাশের রাজ্যে

তবে আজকে আপনাদের জানাবো দেশের সবথেকে ছোট রেল স্টেশনের নাম। তার আগে বলি সেই স্টেশন কিন্তু আছে আপনার পাশের রাজ্যে ও কার্যত ঘরের পাশেই। উড়িষ্যা রাজ্যের একটি স্টেশনের নাম হলো ‘ইব’ (IB)। ওড়িশার ঝারসুগুড়া জেলার অন্তর্গত এই স্টেশন ভারতীয় রেলের বিলাসপুর ডিভিশনের অন্তর্গত। এবার নিশ্চয়ই আপনারা ভাবছেন এই ধরণের নাম দেওয়ার কারণ কি? দাঁড়ান কোনো চিন্তার কিছু নেই কারণ তো আপনাদের অবশ্যই জানাবো।

ভারতীয় রেলওয়ের সবচেয়ে ছোট নামের রেল স্টেশন, অবস্থিত পশ্চিমবঙ্গের পাশের রাজ্যে

উড়িষ্যা রাজ্য দেশে খুবই বিখ্যাত। ‘পুরী’ ধাম সেই রাজ্যেই অবস্থান করে। আর এই রাজ্যে অসংখ্য নদনদী আছে। মহানদী এই রাজ্যের ভিতর দিয়েই প্রবাহিত হয়েছে। আর মহানদীর (Mahanadi River) উপনদীর নাম হলো ইব। এই ইব নদীর নামেই ওড়িশার এই স্টেশনের নাম ইব। আর সেটি ভারতের সবথেকে ছোট নামের স্টেশন হিসাবে মানুষের সামনে এসেছে।

ভারতীয় রেলওয়ের সবচেয়ে ছোট নামের রেল স্টেশন, অবস্থিত পশ্চিমবঙ্গের পাশের রাজ্যে

১৮৫৩ সালের ১৬ই এপ্রিল প্রথম যাত্রা শুরু হয় ভারতীয় রেলের। এর পরে ধীরে ধীরে কার্যত ভারতীয় রেল উন্নত হয়ে উঠেছে। বর্তমানে সম্পূর্ণ ভারতে রেল স্টেশনের সংখ্যা ৭৩২৫ টি। অন্যদিকে ১৮৯১ সাল থেকে এই ইব স্টেশন কার্যকরী হয়। ২টি প্লাটফর্ম নিয়ে তৈরী এই স্টেশনে সাধারণ যাত্রী নেই বললেই চলে। তবে দেশের সবথেকে ছোট নামের রেল স্টেশন যে সবার থেকে আলাদা হবেই তা বলার দরকার হবে না।