Unknown Facts : ভারতের সবচেয়ে ধনী রাজ্য কোনটি? পশ্চিমবঙ্গের স্থান জানলে চমকে উঠবেন আপনি!

বর্তমানে সরকারি চাকরির খোঁজে সবাই দিশেহারা। কেউ কেউ সরকারি চাকুরী পেয়েও উচ্চপদে যাওয়ার জন্যে পড়ছেন আবার কেউ দিনের পর দিন সরকারি চাকরি পেতে ব্যার্থ হচ্ছেন। কিন্তু চেষ্টার কোনও শেষ নেই। এমনকী আজকাল বেসরকারিতেও মনোনিবেশ করেছেন অনেকে। আর বড় বড় সরকারি পরীক্ষা হোক বা বেসরকারি চাকরির পরীক্ষা, সবকিছুতেই পরীক্ষা দেওয়ার জন্য নিতে হয় কঠোর প্রিপেরেশন।
আপনি যা নিয়ে পড়াশোনা করেছেন, সেই জ্ঞান নিয়ে এই সব পরীক্ষাগুলি পাশ করা সম্ভব নয়। তার জন্যে দরকার সাধারণ জ্ঞানের। কারণ জেনারেল নলেজের উপরেই একেকটা প্রশ্ন আছে এই সকল পরীক্ষায়। তাই আপনি যদি সাধারণ জ্ঞানে তুখোড় না হন, তাহলে কোনমতেই এই সকল পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন না। তাই আগেভাগেই জেনে নিন কিছু সাধারণ জ্ঞানের প্রশ্ন। আপনি তো ভারতে থাকেন কিন্তু ভারতের ধনী রাজ্য কোনটি তা আপনাদের জানা আছে কি?
সম্প্রতি গ্লোবাল ওয়েলথ ট্র্যাকার হেনলি অ্যান্ড পার্টনার্স নামক একটি সংস্থা জানিয়েছে, ২০২৩ সালে নিউ ইয়র্ক (New York) আবারও বিশ্বের সবচেয়ে ধনী শহর হিসেবে ঘোষিত হয়েছে। ধনী শহর তাকেই বলা হয়, যে দেশের বেশিরভাগ বাসিন্দা বিপুল অর্থের মালিক। জানা গিয়েছে বিশ্বের মোট ৫ টি শহর ধনী, যেখান কিনা ১.২৫ লক্ষেরও বেশি কোটিপতি মানুষ বাস করেন।
ভারত ২১ তম স্থানে রয়েছে। আর ভারতের সবথেকে ধনী শহর হল মুম্বই (Mumbai)। মহারাষ্ট্রের DSDP ৪০০ বিলিয়ন ডলার। দ্বিতীয় স্থানে তামিলনাড়ু (Tamilnadu)। যার GSDP ২৬৫ বিলিয়ন মার্কিন ডলার। আর তৃতীয় স্থানে রয়েছে গুজরাট (Gujrat)। যার GSDP হল ২৫৯ বিলিয়ন মার্কিন ডলার। যেখানকার বেশিরভাগ মানুষের ব্যবসা তামাক, ওষুধ, সুতি-কাপড়, বাদামের। চতুর্থ স্থানে রয়েছে কর্ণাটক (Karnataka), যার GSDP ২৪৭ বিলিয়ন মার্কিন ডলার। পঞ্চম স্থানে উত্তরপ্রদেশ (Uttarpradesh)। যার GSDP হল ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার।পশ্চিমবঙ্গ (West Bengal) আছে ষষ্ঠ স্থানে। যার GSDP ২০৬ বিলিয়ন মার্কিন ডলার।আর শেষে আছে রাজস্থান (Rajasthan)। যার GSDP– ১৬১ বিলিয়ন মার্কিন ডলার।