OffbeatNews

AC বিস্ফোরণ কিভাবে হয়? জানুন এর থেকে বাঁচার উপায়

Advertisement
Advertisements

আবহাওয়া বিদরা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন দশকের সেরা গরম পড়বে চলতি বছরে। এপ্রিল মাস শুরু হতেই দাবদাহ কার্যত শুরু হয়ে গেছে। পড়েছে এ.সি কেনার ধুম। তবে জানেন কি এই অত্যাধিক গরমে এ. সি -র ফলে কার্যত মৃত্যু পর্যন্ত হয়েছে। হ্যাঁ, অবাক করা এই ঘটনা কিন্তু সবার সামনে আসতেই চিন্তিত সাধারণ মানুষ। তবে কি কারণে এ.সি-র ফলে মৃত্যু জানেন?

AC বিস্ফোরণ কিভাবে হয়? জানুন এর থেকে বাঁচার উপায়

শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বা এসি বিস্ফোরণ এখন অনেক সময় শোনা যাচ্ছে। এসির ব্যবহার বাড়লেও এটি ব্যবহারে হতে হবে সতর্ক। শীতকালে এসি অচল থাকার পর গরমের শুরুতে যথাযথ সার্ভিস না করে চালানোর কারণেই বিস্ফোরণ ঘটছে। বিশেষজ্ঞদের মত অনুযায়ী, যখন শীতকাল শেষ হবে তখন অবশ্যই একবার এসি সার্ভিস করাবেন।

ভিতরের গ্যাস, কম্প্রেসর, আউটপুট ফ্যান এসব ঠিক আছে নাকি সার্ভিস না করলে জানা সম্ভব হয় না। তবে কি কি কারণে এসি বিস্ফোরণ হতে পারে তা প্রথমেই জেনে নেওয়া যাক –

AC বিস্ফোরণ কিভাবে হয়? জানুন এর থেকে বাঁচার উপায়

১) এসির পাওয়ার ক্যাবলে যদি সঠিক স্পেক-এর ব্যবহার না করা হয় তাহলে কিন্তু বিস্ফোরণের সম্ভবনা বেড়ে যায়।

২) কনডেনসারে ময়লা জমে। তার ফলে কম্প্রেসারে হাই টেম্পারেচার ও হাই প্রেশার তৈরি হয়। ফলে ফাটার সম্ভবনা থাকে।

৩) পাইপের ভিতরে ব্লকেজ থাকলে ফাটতে পারে।

৪) কম্প্রেসারে সঠিক পদ্ধতিতে রেফ্রিজারেন্ট চার্জ না করলে কম্প্রেসারে হাই প্রেশার তৈরি হয়ে।

৫) এসির ভ্যাকুয়াম যদি সঠিক না হয় তাহলে সমস্যা সৃষ্টি হতে পারে।

কিভাবে এসিকে বিস্ফোরণ থেকে রক্ষা পাবেন –

১) এসির পাওয়ার ক্যাবলে সঠিক ও উচ্চ মানের স্পেক ব্যবহার করতে হবে।

২) কনডেনসারে ময়লা জমতে দেবে না।

৩) পাইপের ভিতরের ব্লকেজ সবসময় দেখতে হবে।

৪) কম্প্রেসারে সঠিক পদ্ধতিতে রেফ্রিজারেন্ট চার্জ করাতে হবে। এর ফলে সঠিক প্রেসর পাবে।

৫) এসিতে যদি আপনি তিন মাস অন্তর অন্তর ভ্যাকুয়াম করেন তাহলে ভালো হবে।

AC বিস্ফোরণ কিভাবে হয়? জানুন এর থেকে বাঁচার উপায়

মনে রাখবেন বছরে তিন বার এসি সার্ভিস করাতে হয়। একেকটি এসি বসাতে যে পরিমাণ জায়গা দরকার তা পাওয়া যাচ্ছে না। ফ্ল্যাট বা অফিসে একটা বিল্ডিংয়ের গা ঘেঁষে আরেকটি বিল্ডিং উঠেছে। সেক্ষেত্রে একটা মেশিনের গরম আরেকটা মেশিনে ছড়িয়ে পড়ছে, যেখান থেকে বিস্ফোরণ হচ্ছে। এই কয়েকটি পদ্ধতি মাথায় রাখলে আপনি নিজে এসি বিস্ফোরণ থেকে অনায়েসেই বিরত থাকতে পারবেন।