Offbeat

পশ্চিমবঙ্গের জাতীয় গাছের নাম কি? ৯৯% মানুষই জানেন না!

আপনি কি পশ্চিমবঙ্গের বাসিন্দা? আর বাংলার বাসিন্দা হয়েও জানেন না, রাজ্যের জাতীয় গাছের নাম কি, নিশ্চয়ই ভাবছেন দেশের হিসেবে জাতীয় ফুল, ফল, পাখি, পশুর নাম শুনেছেন কিন্তু দেশের প্রতিটি রাজ্যের কাছে আবার জাতীয় কিছু আছে নাকি! যদি বলি হ্যাঁ আছে। আর এগুলোই দেশের নিরিখে প্রতিটি রাজ্যকে জাতীয় হিসেবে চিহ্নিত করে।

তেমন আজ জানাবো পশ্চিমবঙ্গের জাতীয় গাছের নাম কি আছে। জানেন না তাই তো? না জানলে এক্ষুনি জেনে নিন। কারণ যদি খুব শীঘ্রই আপনি সরকারি চাকরির পরীক্ষায় বসেন তাহলে জেনারেল নলেজ হিসেবে এই প্রশ্নগুলি কিন্তু আসবেই আসবে। সুতরাং আগে থেকেই সতর্ক করে রাখুন নিজেকে।

যাতে পরীক্ষার হলে বসে আপনাকে না আঙ্গুল কামড়াতে হয়। অন্যান্য পরীক্ষায় এই প্রশ্নগুলি না আসলেও রাজ্য সরকারি পরীক্ষায় কিন্তু এই প্রশ্নগুলি আসবেই। বর্তমানে সরকারি চাকরির পরীক্ষায় বুদ্ধি টেস্টের জন্য বিভিন্ন সাধারণ জ্ঞানমূলক প্রশ্নও করা হয় তার মধ্যে এই জিনিসগুলি অন্যতম।

ভারতের জাতীয় গাছ বট হলেও, পশ্চিমবঙ্গের জাতীয় গাছ কিন্তু ছাতিম গাছ (Devil’s Tree)। যার বিজ্ঞানসম্মত নাম, Alstonia Scholaris। এই গাছ প্রায় ৪০ মিটার লম্বা হয়, ৫০ বছর পর্যন্ত বাঁচতে পারে। আর এই গাছের প্রতিটি অংশ থেকেই বিভিন্ন ওষুধ বানানো যায়।