Offbeat

ইন্টারভিউ প্রশ্নঃ পশ্চিমবঙ্গের জাতীয় পশুর নাম কি? ৯৫% মানুষ বলতে পারে না

Advertisement
Advertisements

চাকরির প্রস্তুতির অন্যতম ও গুরুত্বপূর্ণ ধাপ হলো ইন্টারভিউ। আর সেই ধাপ পেরোনোর জন্য আপনার দরকার দুর্দান্ত কিছু প্রস্তুতি। লিখিত পরীক্ষা হয়ে গেলে সাধারণ জ্ঞান ও সমাজের বিভিন্ন অংশ আপনাকে জানতে হবে। তার জন্য সঠিক প্রস্তুতি নিতে হবে। উপস্থিত বুদ্ধি ও সাধারণ জ্ঞান থাকলে সহজেই আপনি ইন্টারভিউ প্রশ্নের উত্তর দিতে পারবেন। তার জন্য এই বিশেষ প্রতিবেদনে ইন্টারভিউতে আসা ও ভবিষ্যতে আসতে পারে এমন গুরুত্বপূর্ণ ১০টি প্রশ্ন- উত্তর আপনাদের জন্য দেওয়া থাকলো।

ইন্টারভিউ প্রশ্নঃ পশ্চিমবঙ্গের জাতীয় পশুর নাম কি? ৯৫% মানুষ বলতে পারে না

১) সোনা ও হীরের ভর মাপার এককের নাম কি?

উত্তর – ক্যারেট।

২) পশ্চিমবঙ্গের জাতীয় পশু কি?

উত্তর – মেছো বিড়াল।

৩) দেশের কোন রাজ্যে সবথেকে বেশি খনিজ তেল পাওয়া যায়?

উত্তর – গুজরাট।

৪) সতীদাহ প্রথার বিরুদ্ধে লড়েছিলেন কে?

উত্তর – রাজা রামমোহন রায়।

৫) নারী আন্দোলনের সাথে যুক্ত ছিলেন কোন বিশেষ ব্যক্তি?

উত্তর – ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।

৬) পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু কোন জেলায় অবস্থিত?

উত্তর – কোচবিহার জেলার হলদি সেতু রাজ্যের মধ্যে দীর্ঘতম সেতু। এটি হলদিবাড়ি ও মেখলিগঞ্জ শহরকে যুক্ত করেছে।

৭) কোন দেশ বিখ্যাত ‘আমফান’ ঝড়ের নাম দিয়েছিলেন?

উত্তর – থাইল্যান্ড।

৮) কোন কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর?

উত্তর – গীতাঞ্জলি।

৯) কে প্রধানমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান?

উত্তর – ভারতের রাষ্ট্রপতি।

১০) ভারতের যুব দিবস কোন বিশেষ দিনে পালন করা হয়?

উত্তর – ১২ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিনের দিন জাতীয় যুব দিবস পালন করা হয়।