Offbeat

Interview Question : ভারতের জাতীয় পশু বাঘ, কিন্তু পশ্চিমবঙ্গের জাতীয় পশুর নাম কি? অধিকাংশ মানুষই জানেন না!

ভারতের জাতীয় পশুর নাম কি তা আমরা সকলেই জানি। কিন্তু পশ্চিমবঙ্গের জাতীয় পশুর নাম কি তা কি জানেন? এক্ষেত্রে ৯৫ শতাংশ মানুষই এই উত্তর দিতে ব্যর্থ হন। আজকালকার দিনে দাঁড়িয়ে বহু মানুষ উচ্চশিক্ষার পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নেন। আর সেই পরীক্ষাতে লিখিত পরীক্ষার পাশাপাশি ইন্টারভিউতে এমন কিছু প্রশ্ন করা হয় যা শুনে অনেকেই ঘাবড়ে যান।

সাধারণ জ্ঞান সহ দৈনন্দিন জীবনের কিছু প্রশ্ন সেখানে করা হয়। যার উত্তর খুবই সহজ হয়। মূলত ওই ব্যক্তির উপস্থিত বুদ্ধি ঠিক কতখানি তা যাচাই করা হয়। আজকের এই প্রতিবেদনে আমরা এমন কিছু প্রশ্ন ও উত্তর আলোচনা করবো যা ইন্টারভিউতে জিজ্ঞাসা করা হয়। চলুন দেখে নেওয়া যাক সেগুলি কি কি।

১. বাংলার রেনেসাঁসের জনক কাকে বলা হয়?

রাজা রামমোহন রায়কে।

২. সোনা ও  হিরে মাপার জন্য কি ব্যবহার করা হয়?

ক্যারেট।

৩. কে ভারতের প্রধানমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান?

ভারতের রাষ্ট্রপতি।

৪. কাকোরি ষড়যন্ত্র মামলা কত সালে হয়েছিল?

১৯২৫ সালে।

৫. কাকে নারী আন্দোলনের অগ্রদূত বলা হয়?

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে।

৬) যুব দিবস কি?

স্বামী বিবেকানন্দের জন্মদিনকে যুব দিবস হিসেবে পালন করা হয়।

৭.ভারতের প্রথম রাষ্ট্রপতির নাম কি?

সর্দার বল্লভভাই প্যাটেল।

৮.আমফান ঝড়ের নামটি কোন দেশ দিয়েছিল?

থাইল্যান্ড।

৯.পশ্চিমবঙ্গের কোথায় ডেনমার্কের উপদেশ ছিল?

হুগলির শ্রীরামপুরে।

১০.পশ্চিমবঙ্গের জাতীয় পশুর নাম কি?

মেছো বেড়াল।