Offbeat

‘T-Shirt’ শব্দের ‘T’- এর অর্থ কি? ৯৯% মানুষই জানেন না

নিত্যদিনের জীবনে আমরা অনেক কিছু ব্যবহার করে থাকি। কিন্তু সবসময় সবকিছু নিয়ে মাথা ঘামানোর সময় থাকে না। আর তারমধ্যেই একটি হল টি-শার্ট। আজকালদিনে ছেলে বলুন বা মেয়ে সকলেই টি-শার্ট পরে থাকেন। খুবই আরামদায়ক এই পোশাকটি সকলেরই বেশ পছন্দের। বিশেষ করে এই জামাটি পরতে গেলে কোনোরকম আয়রন করতে হয়না। যখন তখন যেকোনো সময়ই এটি গায়ে গলিয়ে নিলেই হয়।

তবে, নিত্যদিনের সঙ্গী এই টি-শার্টের সামনে ইংরেজি হরফে কেন T লেখা থাকে অথবা টি-শার্টের ‛T‘-এর অর্থ কি তা জানেন কি? বলতে গেলে ৯৯ শতাংশ মানুষের কাছে এর কোনো উত্তর নেই। যদিওবা আগেরকার দিনের কিছু মানুষ এই বিষয়ে জানলেও এখনকার মানুষ তো জানেনই না। তবে, আজকের এই প্রতিবেদনে আমরা আপনাদের জানাবো সে বিষয়েই।

আসলে টি-শার্ট এর ‛T‘ অক্ষরটির পিছনে দুটি তত্ত্ব রয়েছে। যার প্রথমটি হল যদি কোনো টি-শার্টকে বিছানায় বিছিয়ে দেওয়া হয় তাহলে সেটিকে দেখতে ইংরেজি অক্ষর T-এর মত লাগে। মূলত এই কারণেই একে টি-শার্ট বলা হয়। তবে, আরও একটি কারণ রয়েছে। আর তা হল কথিত আছে এই টি-শার্ট নাকি একটা সময় সৈন্যদের পোশাক ছিল। তারাই নাকি প্রশিক্ষণের জন্য এই পোশাক ব্যবহার করতেন।

শুধু কি তাই তাদের ইউনিফর্মের নীচেও নাকি এই টি-শার্ট পড়ার প্রচলন ছিল। এই কারণেই নাকি এই টি-শার্টকে ‛ট্রেনিং শার্ট‘ বা ‛টি-শার্ট‘ বলা হত। ১৯১৩ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের নৌ বাহিনীর জন্য এই টি-শার্ট তৈরি করা হয়েছিল। তাহলে জেনে গেলেন নিশ্চই টি-শার্ট নামের আসল রহস্য। প্রতিবেদনটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন।