Offbeat

ট্রাকের পিছনে কেন ‘Horn Ok Please’ লেখা থাকে? জানুন এর আসল মানে

Advertisement

আমাদের আশেপাশে নানান জায়গায় নানান ধরণের জিনিস লেখা থাকে। সেটা রাস্তাঘাটে হোক বা কোনো দোকান-বাজারে অথবা কোনো গাড়িতে। কখনও কোনো লেখা অথবা কখনও কোনো চিহ্নের মাধ্যমে বিভিন্ন কিছু বোঝানোর চেষ্টা করা হয়। কিন্তু আমরা অনেককিছুই আছে যা জানি না। আর সত্যি বলতে পৃথিবীর এতকিছু আমাদের পক্ষে জানাও সম্ভব হয়না। আমাদের সাধ্যের মধ্যে থাকা কিছু জিনিস সম্পর্কে আমরা জেনে থাকি।

ট্রাকের পিছনে কেন 'Horn Ok Please' লেখা থাকে? জানুন এর আসল মানে

তবে, রাস্তাঘাটে যারা নিয়মিত চলাফেরা করেন এমনকি যারা সবসময় গাড়ি, বাইক চালান তারা দেখতে পাবেন যে, ট্র্যাকের গায়ে লেখা ‛Horn Ok Please‘। কিন্তু এই লেখার কারণ কি তা হয়তো অনেকেই জানেন না। আজকের এই প্রতিবেদনে আপনাদের সেটাই জানাবো। ভারতে ট্র্যাকের পিছনে লেখা এই শব্দটি বেশ জনপ্রিয়। এমনকি এই শব্দটিকে নিয়ে হিন্দিতে একটি সিনেমাও তৈরি হয়েছে বৈকি।

ট্রাকের পিছনে কেন 'Horn Ok Please' লেখা থাকে? জানুন এর আসল মানে

তবে, ‛Horn Ok Please‘ এই শব্দটির কোন অর্থ অভিধানে লেখা নেই। কিন্তু এই শব্দটি ট্র্যাকের পিছনে লেখার যথাযথ একটি কারণ রয়েছে। আর তা হল ট্র্যাকের পিছনে থাকা গাড়ি যেন হর্ন বাজিয়ে ট্র্যাকচালককে সতর্ক করে তবেই ওভারটেক করেন। তবে, এক্ষেত্রে অনেকের মনেই আবার প্রশ্ন আসতে পারে যে, তাহলে তো Horn Please কথাটি লিখলেই হয়ে যায়। Ok শব্দটি লেখার তো প্রয়োজন পরেনা।

ট্রাকের পিছনে কেন 'Horn Ok Please' লেখা থাকে? জানুন এর আসল মানে

কিন্তু এই বিষয়ে আপনাদের জানিয়ে রাখি যে, অনেকেই বলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় গাড়িয়ে ডিজেলের ঘাটতি দেখা দিয়েছিল। তখন অনেক ট্র্যাকে Horn Kerosine Ok লিখে রাখা হত। আর তখন থেকেই Horn Ok Please শব্দটির সূত্রপাত। আসলে কেরোসিন দাহ্য পদার্থ। যারফলে কোনো দুর্ঘটনা ঘটলে তা বিরাট কোনো আকার নিতে পারে। আর সেই ভয় থেকে ট্যাকের পিছনে Horn Kerosine Ok লিখে রাখা হতো।

ট্রাকের পিছনে কেন 'Horn Ok Please' লেখা থাকে? জানুন এর আসল মানে

তাহলে জেনে গেলেন নিশ্চই কিভাবে ‛Horn Ok Please‘ শব্দটি এসেছে। প্রতিবেদনটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন।