ট্রেনের বগিতে লেখা এই ৫ অক্ষরের সংখ্যার মানে কি? ৯৯% মানুষই বলতে পারেন না

ভারতীয় রেলের (Indian Railways) মাধ্যমে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করেন। ট্রেনে চাপলেও আমরা ভারতীয় রেল সম্পর্কে কার্যত অনেক তথ্যই জানি না। তেমনই আপনি লক্ষ করলে দেখতে পারবেন প্রতিটি ট্রেনে বগির গায়ে বিশেষ ৫ টি নম্বর লেখা থাকে। জানেন সেই পাঁচটি নম্বর আদতে কিসের ইঙ্গিত দেয়? আমরা প্রতিদিন যাতায়াত করলেও সেই বিষয়ে কোনোরকমের আগ্রহ দেখাই না।
কিন্তু ট্রেনের বগির এই ৫টি নম্বর বিশেষ কাজের অধিকারী। আপনি যদি সেই পাঁচটি নম্বরের গুরুত্ব সম্পর্কে ওয়াকিবহাল হন তাহলে কার্যত চমকে যাবেন। এই পাঁচটি সংখ্যা জানান দেয় সেই বগিটি কবে তৈরী হয়েছিল ও এই বগিটি কোন ক্যাটাগরির মধ্যে আসছে। শুধু কথায় নয় আরও ভালো করে বুঝতে চলুন আপনাদের একটা উদাহরনের সাহায্যে বুঝিয়ে দেওয়া যাক।
উপরের ফটোতে ‘13328’ এই নম্বরটি দেখতে পাচ্ছেন। শুরুর প্রথম যে দুটি সংখ্যা অর্থাৎ ’13’ তা থেকে আপনি বুঝতে পারবেন বগিটি কবে তৈরী হয়েছিল। এই সংখ্যার থেকে বোঝা যাচ্ছে 2013 সালে তৈরী হয়েছিল এই বগি। আর পরের তিনটি নম্বর অর্থাৎ ‘328’ মানে বগিটি কোন ক্যাটাগরি সেই সম্পর্কে জানান দেয়। তার থেকেই বোঝা যাচ্ছে উপরের এই বগিটি একটি স্লিপার ক্লাস।
নিচে নির্দিষ্ট চার্টের মাধ্যমে সেই বগির ক্যাটাগরি দেখে নেওয়া যাবে –
১) 001-025 – AC প্রথম শ্রেণী
২) 026-050 – কম্পোজিট 1AC + AC-2T
৩) 051-100 – AC-2T
৪) 101-150 – AC-3T
৫) 151-200 – CC (AC চেয়ার কার)
৬) 201-400 – SL (২য় শ্রেণীর স্লিপার )
৭) 401-600 – GS (সাধারণ ২য় শ্রেণী)
৮) 601-700 – 2S (2য় শ্রেণী সিটিং/জন শতাব্দী চেয়ার ক্লাস)
৯) 701-800 – সিটিং কাম লাগেজ রেক
১০) 801 + – প্যান্ট্রি কার, জেনারেটর বা মেইল।