×
Offbeat

ভারতের শেষ রেল স্টেশন রয়েছে ভারতেই, জানলে অবাক হবেন আপনিও

ভারতের শেষ রেল স্টেশন কোনটি? ইতিহাসের পাতা কিংবা সব প্রশ্নের উত্তর জানা গুগল হয়তো একটু বাঁধ সাধবে এই প্রশ্নের উত্তর দিতে। ভারতে প্রায় ৭০৮৩টি রেলওয়ে স্টেশন রয়েছে। আমাদের সামনে হামেশাই ভারতের বৃহত্তম এবং সবচেয়ে ছোট রেলওয়ে স্টেশন সম্পর্কে বিভিন্ন কথা চলে আসে। কিন্তু আপনি কি জানেন ভারতের শেষ রেলস্টেশন কোনটি? শুধু তাই নয় ভারতের প্রথম রেল স্টেশন হিসাবেও দাবি করা হয় এই স্টেশনটিকে।

ভারতের শেষ রেল স্টেশন রয়েছে ভারতেই, জানলে অবাক হবেন আপনিও -

ভারতের অন্য রাজ্যে নয় বরং আপনার রাজ্য পশ্চিমবঙ্গের মালদা জেলায় হবিবপুর এলাকায় ‘সিঙ্গাবাদ’ নামের এই স্টেশনটিকে ধরা হয় দেশের শেষ স্টেশন হিসাবে। ব্রিটিশরা যেভাবে ছেড়ে রেখে গিয়েছিলো আজও ঠিক সেরকমই আছে স্টেশনটি। বাংলাদেশ সীমান্ত অবস্থিত এই স্টেশনের মাধ্যমে বাংলাদেশে মালবাহী ট্রেন চলাচল করা হয়।

স্বাধীনতার পর ভারত ও পাকিস্তানের বিভক্তির পর স্টেশনটি জনশূন্য হয়ে পড়ে। এরপর ১৯৭৮ সালে এই রুটে পণ্যবাহী ট্রেন চলাচল শুরু হয়। ২০১১ সালের নভেম্বর মাসে রেল কতৃপক্ষ পুরানো চুক্তিটি সংশোধন করে নেপালকেও এর মধ্যে অন্তভুক্ত করা হয়। কথায় আছে স্বাধীনতায় লড়াইয়ের সময় সুভাষচন্দ্র বসু থেকে মহাত্মা গান্ধী সবাই এই পথ দিয়েই গিয়েছিলেন বাংলাদেশ।

ভারতের শেষ রেল স্টেশন রয়েছে ভারতেই, জানলে অবাক হবেন আপনিও -

মৈত্রী এক্সপ্রেস ও মৈত্রী এক্সপ্রেস-১ এই দুটি ভারত- বাংলাদেশগামি ট্রেন এই স্টেশনের উপর দিয়ে চলাচল করলেও সেই স্টেশনে দাঁড়ায় না। কয়েক কিমি দূরেই বাংলাদেশ আর সেখানকার প্রথম স্টেশন হলো রোহনপুর। তবে সিঙ্গাবাদ ও তার আশেপাশের অঞ্চলের মানুষরা এখনও স্বপ্ন দেখেন তাদের এই সাধের ও শেষের স্টেশন থেকে নিয়মিত যাত্রীবাহী ট্রেন চলাচল করবে।