কচুকে ইংরেজিতে কি বলে? ৯৯% মানুষই জানেন না!

বাঙালি হোক বা অবাঙালি প্রত্যেকের রান্নাঘরেই কিন্তু হরেক রকমের সবজি থাকে। আর তারমধ্যে পটল, আলু, পেঁয়াজ, বেগুন, উচ্ছে, কুমড়ো এগুলির মতো কচুকেও অধিকাংশ হেঁসেলে দেখা যায়। অনেকেই আছেন এই সবজিকে বড্ড ভালোবেসে খান। আবার কেউ গলা চুলকানোর ভয়ে এই সবজি খান না। কিন্তু কচু দিয়ে নানান রকমের পদ তৈরি করা যায়। যা আপনি চেটেপুটে খাবেন।
কচু যেমন খেতে ভালো ঠিক তেমনই কচু কিন্তু স্বাস্থ্যের পক্ষেও বেশ উপকারী। কচু রক্তে শর্করার পরিমান ঠিক রাখতে সাহায্য করে। আর তাই ডায়াবেটিস রোগী সহজেই এই সবজি খেতে পারেন। কচু একদিকে যেমন পেট ঠিক রাখতে সাহায্য করে তেমনই কচু চোখের জন্যও বেশ ভালো। আর তাই যাদের চোখের অসুবিধা তারা কিন্তু প্রতিদিন এই সবজিকে খাদ্য তালিকায় রাখতে পারেন।
কচু দিয়ে তৈরি বিভিন্ন পদ কিন্তু বেশ সুস্বাদু খেতে। তবে কচুর ইংরেজি নাম কি তা জানেন কি? প্রায় সবজির ইংরেজি নাম জানা থাকলেও কচুর ইংরেজি নাম অনেকেই জানেন না। তবে, আজকের এই প্রতিবেদনে সে বিষয়েই বিস্তারিত আলোচনা করবো। চলুন তবে দেখে নেওয়া যাক কচুর ইংরেজি নাম কি? কচুর ইংরেজি নাম হল ‛টারো‘ (Taro)। যদিও বিভিন্ন রাজ্যে এটিকে বিভিন্ন নামে ডাকা হয়।
তাহলে জেনে গেলেন নিশ্চই কচুর ইংরেজি নাম কি। প্রতিবেদনটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন।