‘TV’-এর বাংলা অর্থ কি? ৯৯% মানুষ বলতে গিয়ে হিমশিম খাচ্ছেন!

আজকালকার দিনে দাঁড়িয়ে কার বাড়িতে টিভি নেই বলুন তো দেখি? গরিব, মধ্যবিত্ত, উচ্চবিত্ত সকলের বাড়িতেই হয়েছে টেলিভিশন (Television)। যাকে আমরা টিভি (Tv) নামেই বেশি ডাকি। কিন্তু এই টেলিভিশন কথাটি একটি ইংরেজি শব্দ। আমরা সকলেই টিভি নামটার সঙ্গেই বেশি পরিচিত। কিন্তু এর বাংলা নাম কি সেটা জানেন? আজকের এই প্রতিবেদনে আপনাদের সেটাই জানাবো।
ভারতে আসার পর থেকে টেলিভিশন অর্থাৎ টিভির জনপ্রিয়তা বেড়েছে হুড়হুড়িয়ে। আসলে টেলিভিশন এর টেলি শব্দটি গ্রিক শব্দ আর ভিশন শব্দটি ল্যাটিন ভাষা থেকে উৎপত্তি হয়েছে। কিন্তু এই শব্দ দুটির অর্থ কি সেটাও তো জানতে হবে। সেক্ষেত্রে আপনাদের বলে রাখি যে, টেলি শব্দের অর্থ হল দূর থেকে দেখা আর ভীষণ শব্দের অর্থ হল দর্শন।
আর তাই অনুবাদ অনুযায়ী টেলিভিশন শব্দের বাংলা অনুবাদ হল দূরদর্শন। তবে, বাংলাতে এই শব্দটির প্রচলন খুব কম হয়। তবে, দুরদর্শন চ্যানেলের সঙ্গে আমরা কমবেশি সকলেই পরিচিত। ছোটবেলায় অনেকেই নিশ্চই এই টেলিভিশনকে মজার ছলে বোকাবাক্স বলেও ডেকেছেন। কিন্তু বরাবরই বাংলা অনুবাদের চেয়ে টেলিভিশন টিভি নামেই জনপ্রিয়তা পেয়ে এসেছে।
সকলেই টিভি নামে ডাকতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। তাহলে নিশ্চই জেনে গেলেন টিভির বাংলা নাম। পৃথিবীতে এমন হাজারও একটা নাম আছে যা আমরা জানি না। এই সোশ্যাল মিডিয়ায় দৌলতে যা আমাদের জানতে হয়। এমন অনেক অজানা তথ্য জানতে অবশ্যই চোখ রাখুন আমাদের পেজে। আর নিউজটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন।