Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Offbeat

‘ট্যাক্সি’র বাংলা অর্থ কি? ৯৯% মানুষই জানেন না! আপনি কি জানেন?

‘কলকাতা’, বাঙালিদের কাছে একটি ভালোবাসার জায়গা। লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন যেমন নিজের কাজে সেখানে যান ঠিক তেমনই এই শহরের ঐতিহ্য বহন করে চলেছে বিশেষ কিছু জিনিস। রসগোল্লা, কচুরি, গঙ্গার ঘাটের আড্ডা, কলেজ স্ট্রিটের বই পাড়া আর যা না বললেই নয় তা হলো হলুদ ট্যাক্সি। দামি দামি গাড়ি ও উন্নত সমাজের ঢেউ এলেও হলুদ ট্যাক্সি কিন্তু কলকাতাবাসির বুঁকে এখনও জ্বলজ্যান্ত।

'ট্যাক্সি'র বাংলা অর্থ কি? ৯৯% মানুষই জানেন না! আপনি কি জানেন?

কিন্তু এই ‘Taxi’ শব্দটি আদতে একটি ইংরাজি শব্দ। অনেকেই এর আক্ষরিক অর্থে বাংলা অনুবাদ জানেন না। এমন পরিস্থিতিতে যদিও আগে কোনোদিন ভাবেন নি। কলকাতায় ট্যাক্সি ডেকে মিটার ঘুরিয়ে যাত্রা শুরু করে দিয়েছেন। এই ট্যাক্সির বাংলা অনুবাদ এক ক্ষণের জন্য মাথায় আসেনি। ইংরেজি Taxi শব্দ কিন্তু আদতে জার্মান শব্দ Taxanom থেকে এসেছে।

'ট্যাক্সি'র বাংলা অর্থ কি? ৯৯% মানুষই জানেন না! আপনি কি জানেন?

Taxanom থেকে পরে এই শব্দ হয় taximeter। উইকিপিয়ার তথ্য জানান দিচ্ছে, এই শব্দে tax বলতে বোঝানো হয়েছে কর কিংবা ভাড়া। আর meter বলতে মিটার যার ফলে নির্দিষ্ট টাকা বা কর দিতে হবে। তবে বাংলায় ‘Taxi’ অনুবাদ করলে কি হবে জানেন?

'ট্যাক্সি'র বাংলা অর্থ কি? ৯৯% মানুষই জানেন না! আপনি কি জানেন?

ট্যাক্সি শব্দের বাংলা অর্থ ‘ভাড়ায় খাটা কোনও মোটরচালিত ছোট গাড়ি’। এর সুনির্দিষ্ট কোনও বাংলা শব্দ কোনো জায়গাতেই খুঁজে পাওয়া যায় না। তবে এর রং হলুদ হবার পিছনে কিন্তু অন্য কারণ আছে। সবার থেকে আলাদা ও মানুষের চোখে দৃষ্টি আকর্ষণ করার জন্যই এই গাড়ির রং করা হয় হলুদ। আপনি নিশ্চয়ই কলকাতায় এই মিটার ট্যাক্সি একবারের জন্য হলেও চড়েছেন। না চড়লে কিন্তু বড়ই মিস করবেন এমন অভিজ্ঞতার।