‘Shampoo’-এর বাংলা অর্থ কি? ৯৯% মানুষই বলতে পারেন না

রোদ, ঝড়, বালি এসব সব কিছুই আমাদের শরীর যেমন গ্রহণ করে ঠিক তেমনই গ্রহণ করে আমাদের চুল। যারা নিয়মিত বাড়ির বাইরে যান তারা জানবেন শরীরের সাথে সাথে চুলে কতটা নোংরা ও জীবাণু বাসা বাঁধে। তাই স্নানের সময় সাবান ব্যবহার করার মতোই প্রত্যেকেই চুলে শ্যাম্পু ও ব্যবহার করা উচিত। শ্যাম্পু হচ্ছে চুলের যত্ন নেওয়ার জন্য ব্যবহৃত একটি তরল বা অর্ধ তরল পদার্থ। এটি মূলত চুল থেকে তৈলাক্তভাব, ময়লা, খুশকি ও দূষিত পদার্থ চুল থেকে দূর করে।
কিন্তু মজার কথা জানেন কি শ্যাম্পু আদতে একটি ইংরেজি শব্দ। এর বাংলা অর্থ জানা আছে আপনার? প্রতিদিনের ব্যবহৃত এই জিনিসের বাংলায় সঠিক নাম আমরা ৯৯% মানুষই জানি না। আদতে শ্যাম্পুর উৎপত্তি কিন্তু প্রাচীন ভারতে। তখন যদিও এই ধরণের নয় বরং গাছের বিভিন্ন জিনিস, হরতকি, আমলকি, অ্যালোভেরা ও আরও অনেক উপাদান মিশিয়ে তৈরী করা হতো মাথা পরিষ্কার রাখার জিনিস হিসাবে।
আপনার জানলে অবাক লাগবে শ্যাম্পুকে বাংলায় কি বলা হয়ে থাকে। বাংলায় শ্যাম্পুকে ‘মাথা ধোয়ার ডিটারজেন্ট’ বলা হয়ে থাকে। শুনতে অবাক লাগলেও ১৭৬২ সালের দিকে হিন্দি শব্দ চাম্পু থেকে ইংরেজি শ্যাম্পু শব্দটির উৎপত্তি ঘটে। মাথা ম্যাসেজ করার এই বিশেষ পদ্ধতিটিকে ১৮০০ দশকের শুরুতে বাঙালি উদ্যোক্তা শেখ দীন মহম্মদ সামনে নিয়ে আসেন। শুধু তাই নয় পরবর্তীকালে ‘মহম্মদ’স স্টিম অ্যান্ড ভ্যাপার সি ওয়াটার মেডিকেটেড বাথস’ নামের ইংল্যান্ডের ব্রাইটনে একটি বিশেষ পার্লার চালু করেছিলেন।
দীন মহম্মদ রাজা চতুর্থ জর্জ ও চতুর্থ উইলিয়ামের ‘শ্যাম্পু সার্জন’ হিসাবে কাজ করতেন। সঠিক সময় জানা না গেলেও মনে করা হয় ১৮১৪ সাল নাগাদ প্রথম শ্যাম্পু তৈরি করা হয়। আজকে বাজারে যে ধরণের শ্যাম্পু বা কন্ডিশানার পাওয়া যায় তা বৈজ্ঞানিক ভাবে তৈরী। কিন্তু অনেকেই এখনও নিজের চুলের যত্ন রাখার জন্য আয়ুর্বেদিক পদ্ধতি অবলম্বন করে থাকেন।