
নিত্যদিন আমরা বহু জিনিস ব্যবহার করলেও তার অর্ধেক কিছুই বাংলা মানে কিংবা তার গোড়া সম্পর্কে জানি না। প্রতিদিন কাজের ফলেই যে এই না জানার অনীহা চলে আসে তা বলতে দ্বিধা নেই। তবে মানুষের কৌতূহলই মাঝে মাঝে আবার নতুন কিছু শেখার ও আবিষ্কার করার আগ্রহ জাগায়। এই যেমন ধরুন পাসওয়ার্ড/ Password। আদতে এটি একটি ইংরেজি শব্দ। প্রতিদিন হাজারো বার কার্যত আমরা পাসওয়ার্ড ব্যবহার করি।
ফোন থেকে কম্পিউটার, ফেসবুক থেকে ইনস্টাগ্রাম সবেতেই এখন পাসওয়ার্ড ব্যবহার করা হয়। তবে জানেন কি Passward এর বাংলা অর্থ কি? পাসওয়ার্ড হল এক ধরনের তালা। ব্যবহারকারীর তথ্য, সফটওয়্যারের (Software) নিরাপত্তায় ব্যবহৃত হয়। ঠিক যেমন আপনি বাড়িতে বেরোনোর আগে তালা ব্যবহার করেন। চাবি দিয়ে সেই তালা ভালো করে বন্ধ করে তবেই বের হন।
তালা যদি আপনি ছাড়া কেউ খুলতে চায় তাকে বলা হয় চোর। অন্যদিকে আপনার নিজের পাসওয়ার্ড যদি অন্য কেউ জোর করে খুলতে চায় তাকে হ্যাকার (Hacker) বলা হয়। প্রত্যেকটি তালার জন্যই আলাদা আলাদা চাবি থাকে। ঠিক তেমনই প্রতিটি সফটওয়্যার বা অ্যাপ্লিকেশনের জন্য আলাদা আলাদা পাসওয়ার্ড ব্যবহার করা হয়।
এই পাসওয়ার্ড এর বাংলা হলো ‘সংকেত শব্দ’ বা ‘গুপ্ত মন্ত্র’। বিশেষ এই সংকেত বা গুপ্ত মন্ত্র ব্যবহার করেই যে কোনো জায়গায় ব্যবহারকারি লগ ইন করতে পারেন। কতটা মজাদার ও দুর্দান্ত একটি প্রশ্নের উত্তর আজ আপনারা জানতে পারলেন। সেই বিষয়ে অতি অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না কিন্তু।