
আবারো বছরের সেই প্যাচপাঁচে গরম শুরু হয়ে গেছে। বাইরে থেকে এসে ফ্যানের তলায় বসলে যেন গায়ে কোনো মতেই হাওয়া লাগে না। সেই সময় আপনার ঘরে যদি একটি এয়ার কন্ডিশনার বা এসি মেশিন থাকতো তাহলে আর কথাই নেই। নিমেষেই সেই ঘর হয়ে যায় ঠান্ডা ও আরামদায়ক। তবে আজকাল এই যুগে যদিও প্রায় সবার বাড়িতেই কমবেশি এসি মেশিন আছে। কিন্তু জানেন কি এই মেশিনকে বাংলায় কি নামে ডাকা হয়?
আমেরিকার এক সাধারণ ইঞ্জিনিয়ার উইলস হাভিল্যান্ড ১৯০২ সালে বাতাসের আদ্রতা পরিবর্তন করার জন্য একটি মেশিন তৈরী করেছিলেন। পরবর্তীকালে সেই মেশিন যদিও বহু বার পরিবর্তিত হয়েছে। এখনকার এই মেশিন গুলি যেমন দেখতে সুন্দর ঠিক তেমনই কার্য ক্ষমতা বেশি।
বর্তমানে গরমকালে এসি মেশিন ছাড়া দিনযাপন মধ্যবিত্ত পরিবারও ভাবতে পারে না৷ তাই চড়া বিদ্যুৎ বিলের পরোয়া না করেই বাধ্য হন এই যন্ত্র বাড়িতে বসাতে। বহুল ব্যবহৃত হলেও এসি মেশিনের বাংলা প্রতিশব্দ আমরা ৯৯% মানুষই জানি না৷ কারণ অতটা বেশি ব্যবহৃত হয় না বাংলা প্রতিশব্দ৷ কিন্তু আমরা আপনাদের জানাবো এই এয়ার কন্ডিশনার কে বাংলায় কি বলে।
এসি মেশিনের দু’টি বাংলা প্রতিশব্দ আছে৷ প্রথমটি হল ‘বাতানুকূল যন্ত্র’৷ আর দ্বিতীয় শব্দটি হলো -‘শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র৷’ অর্থাৎ শীত ও তাপ যে যন্ত্র ধরে রাখে তাকেই এয়ার কন্ডিশনার বা এসি বলা হয়। এবার থেকে শুধুই ইংরেজি নয় দরকার পড়লে বাংলা শব্দটাও ব্যবহার করবেন।