
নতুন ১০০ টাকায় ছেয়ে গেছে গোটা দেশ। তবে পুরোনো ১০০ টাকা এখনও আছে। আপনার হাতের ১০০ টাকার নোটটা দেখেছেন নিশ্চয়ই। টাকার সাথেই কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য। কি কোনোদিন খেয়াল করেননি। এত টাকা কাছে থাকলেও কোনোদিন ভাবেননি সেই টাকার সম্পর্কে। কিন্তু জানেন কি ১০০ টাকার নোটের পিছনে কোন পাহাড়ের দৃশ্য দেখা যায়? কোথায়ই বা সেই পাহাড়ের অবস্থান?
চিন্তা নেই আমাদের প্রতিবেদনে ১০০ টাকার নোটের এই বিশেষ তথ্য জানতে পারবেন। অনেকে মনে করেন, ১০০ টাকার নোটের পিছনে যে পর্বতটি রয়েছে সেটা হিমালয়ের একটি অংশ। তবে আপনাদের জানিয়ে রাখি এটা সম্পূর্ণ ভুল। যে পর্বত দেখতে পাচ্ছেন সেটা ভারতেই অবস্থিত। এবার নিশ্চয়ই বুঝতে পারছেন কারণ হিমালয় আদতে ভারতে অবস্থান করে না। বলতে পারবেন না তাই তো? চলুন তাহলে আমরাই এই সহজ প্রশ্নের উত্তর দিয়ে দেওয়া হচ্ছে।
ফটোতে যে পর্বতটি দেখতে পাচ্ছেন সেটা বিশ্বের তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ ‘কাঞ্চনজঙ্ঘা‘। নোটের পিছনে যে ফটোটি আছে কাঞ্চনজঙ্ঘার সেই ফটোটি সিকিমের পেলিং থেকে তোলা হয়েছে। সিকিম এবং দার্জিলিংয়ের স্থানীয় লোকেরা একে পবিত্র মনে করে পূজা করে। সেই কারণেই ১০০ টাকার পুরোনো নোটে এই ছবি ব্যবহার করা হয়েছে।
কাঞ্চনজঙ্ঘার মোট উচ্চতা ৮,৫৮৬ মিটার। ভারতের সিকিম রাজ্যের নর্থ-ইস্ট ভারত ও ইস্টার্ন নেপালের বর্ডারে অবস্থিত এই কাঞ্চনজঙ্ঘা। নোটের ছবির সঙ্গে কঞ্চনজঙ্ঘাকে মিলিয়ে দেখলেই সেটি আরও স্পষ্ট বুঝতে পারবেন। এছাড়াও ১০০ টাকার নোটে দেশের ১৭টি জাতীয় ভাষার কথা উল্লেখ করা আছে। ইংরেজি, হিন্দি, সংস্কৃত, বাংলা, গুজরাটি, কন্নড়, কাশ্মীরি, কোঙ্কনি,উর্দু, মারাঠি, নেপালি, অসমীয়া, ওড়িয়া, পাঞ্জাবি, তামিল, তেলেগু এবং মালয়ালাম। ১০,২০,৫০, ৫০০ টাকার নোটেও এমন ভাষা দেখা যায়।