×
Offbeat

পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ১০টি মাছ, এদের কামড়ে হতে পারে মৃত্যু! রইল ভিডিও

আমরা সবাই মাছ খেতে পছন্দ করি। কিন্তু জানেন কি আমাদের চেনা মাছ ছাড়াও পৃথিবীতে অনেক ভয়ানক সব মাছ রয়েছে। আসুন দেখা যাক।

পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ১০টি মাছ, এদের কামড়ে হতে পারে মৃত্যু! রইল ভিডিও -

মোরে ইল (Moray Eel) প্রধানত সমুদ্রে থাকে। তবে কখনো কখনো এদের মিষ্টি জলেও থাকতে দেখা যায়। এরা সবুজ রঙের হয়। এরা অন্য মাছ, কাঁকড়া,অক্টোপাস, সাপ ইত্যাদি খায়। এদের বিষাক্ত দাঁত রয়েছে। অনেক সময় সমুদ্রে ডুবুরি বা নাবিকরা এদের শিকার হয়।

পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ১০টি মাছ, এদের কামড়ে হতে পারে মৃত্যু! রইল ভিডিও -

স্টোন ফিশ (Stonefish) সাধারণত ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে পাওয়া যায়৷ অনেক সময় নদীতেও এদের পাওয়া যায়। এদের দেখলে মনে হয় সমুদ্রের তলায় পাথর পড়ে রয়েছে। এরা সমুদ্রের বাইরেও ২৪ ঘন্টা বেঁচে থাকে।

পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ১০টি মাছ, এদের কামড়ে হতে পারে মৃত্যু! রইল ভিডিও -

ইলেকট্রিক ইল (Electric eel) সাধারণভাবে আমাজন নদীতে থাকে। এরাও মাছ, কাঁকড়া, অক্টোপাস, সাপ ইত্যাদি খায়। এদের মধ্যে ৬০০ ভোল্টের ইলেকট্রিক থাকে যা মানুষকে মুহুর্তে মেরে ফেলতে পারে।

পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ১০টি মাছ, এদের কামড়ে হতে পারে মৃত্যু! রইল ভিডিও -

পিরানহা (Piranha) দক্ষিণ আমেরিকার নদীতে থাকে। এদের দাঁত খুব ধারালো হয়। এদের সবচেয়ে ভয়ংকর মাছ বলে মনে করা হয়। এদের অনেক প্রজাতির মধ্যে লাল পেটওয়ালা প্রজাতি সবচেয়ে ভয়ংকর।

পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ১০টি মাছ, এদের কামড়ে হতে পারে মৃত্যু! রইল ভিডিও -

স ফিশ (Saw Fish) সাধারণত আটলান্টিক মহাসাগরের মাছ। এরা এক জাতীয় হাঙর। এদের প্রায় ২ ফুট লম্বা নাক থাকে। এই নাকে এমন ধারালো কাঁটা থাকে যা করাতের মতো যেকোনো প্রানীকে কেটে ফেলে।

পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ১০টি মাছ, এদের কামড়ে হতে পারে মৃত্যু! রইল ভিডিও -

পায়াড়া ফিশকে (Peyara Fish) পৃথিবীর সবচেয়ে হিংস্র মাছ বলে মনে করা হয়। এরা আকারে বিশাল বড় হয় এবং এদের সামনে পড়লে বেঁচে ফেরা প্রায় অসম্ভব ব্যাপার।

পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ১০টি মাছ, এদের কামড়ে হতে পারে মৃত্যু! রইল ভিডিও -

স্টার গেজার ফিশ (Stargazer Fish) সমুদ্রের তলায় বালির মধ্যে নিজেকে লুকিয়ে রাখে। এদের শরীরে ভয়ংকর বিষ ছাড়াও খুব শক্তিশালী ইলেকট্রিক কারেন্ট রয়েছে। তাই অন্য মাছের চেয়ে এদের শিকার করার ক্ষমতা বেশি।

পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ১০টি মাছ, এদের কামড়ে হতে পারে মৃত্যু! রইল ভিডিও -

পাফার (Puffer) মাছের বিষ এত ভয়ংকর যে এর একটুও মানুষের শরীরে গেলে তৎক্ষনাৎ মৃত্যু হয়।

পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ১০টি মাছ, এদের কামড়ে হতে পারে মৃত্যু! রইল ভিডিও -

ফ্যাং টুথার ফিশ (Fangtoother Fish) দেখতে যেকোনো রাক্ষুসে মাছের মত। এদের দুই চোয়ালে লোহার মত শক্ত দাঁত থাকে।

পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ১০টি মাছ, এদের কামড়ে হতে পারে মৃত্যু! রইল ভিডিও -

টাইগার ফিশ (Tiger Fish) দক্ষিণ আমেরিকার বাসিন্দা। এদের শক্ত চোয়াল আর মজবুত দাঁত কুমির পর্যন্ত খেতে পারে।