অনেক হল সিকিম-গ্যাংটক-দার্জিলিং! ভ্যাপসা গরমে অবশ্যই ঘুরে আসুন কলকাতার বুকে বরফে ঘেরা এই জায়গা থেকে

কাশ্মীর যাওয়ার স্বপ্ন তো প্রতিটি ভারতীয় দেখেন। সেখানে গিয়ে বরফের মধ্যে নিজের শরীর বিছিয়ে দেবেন এমন ভাবনাও এসেছে নিশ্চয়ই। ফটো তুলে সোশ্যাল মাধ্যমে আপলোড করলেই বন্ধুরা একটু হলেও জ্বলবে নিশ্চয়ই। তবে আপনি কি জানেন কাশ্মীর না গেলেও বরফের সাথে খেলতে পারবেন কলকাতাতেই। কি শুনে মনে হচ্ছে ঠাট্টা করছি আপনার সাথে। না বাপু! আদতেই আপনি কলকাতায় দাঁড়িয়ে বরফের রাজ্যে দীর্ঘ কয়েক ঘন্টা কাটাতে পারবেন।
খোদ কলকাতা শহরেই তৈরি হয়েছে স্নো পার্ক, যার ভিতরে তাপমাত্রা প্রায় -৬° সেলসিয়াস। পরিবারের সকলকে নিয়ে বা বন্ধুবান্ধবদের সাথে ঘুরে আসা যায় কলকাতার মধ্যেই অবস্থিত এই স্নো পার্ক থেকে। বিশেষ করে আপনাদের সন্তানের তো এই জায়গা কার্যত স্বর্গের মতো লাগবে। এই প্রতিবেদনে জেনে নেওয়া যাক ঠিকানা, খরচ ও পার্কের বিভিন্ন আইন সম্পর্কে।
কলকাতা স্নো পার্ক লোকেশন (Location) : রাজারহাটের Axis Mall -এর ৬ তলায় এই স্নো পার্ক গোড়ে উঠেছে।
কিভাবে যাবেন (How To Reach) – কলকাতা থেকে যে কোনো বাস বা গাড়িতে রাজারহাট আসুন। সেখান থেকে কলকাতা ১০৬, ওয়ান্ডার ল্যান্ড আসুন। সেখানেই Axis Mall অবস্থান করছে। ট্রেনে গেলে বিধাননগর স্টেশন থেকে বাসে যেতে হবে।
মাথাপিছু টিকিট (Per Head Fare) : এই স্নো পার্কে ঢুকতে গেলে জন্যপ্রতি ৪৯৯ টাকার বিনিময়ে মাত্র এক ঘন্টা সময় কাটাতে পারবেন।
স্নো পার্কের আইন-কানুন (Snow Park: Rules & Regulations) :
- প্রথমেই আপনাকে নিজের টিকিট কেটে নিতে হবে।
- তারপরের কাজ হবে আপনার কাছে যা যা জিনিস আছে যেমন , জলের বোতল, টাকা ও অন্যান্য জিনিস সেগুলি একটি লকারে রাখতে হবে।
লকার ভাড়া করতে গেলে আপনাকে ১০০ টাকা জমা দিতে হবে।
- ১ ঘণ্টা পর বেড়িয়ে এসে জিনিসপত্র ও ১০০ টাকা ফেরত দিয়ে দেওয়া হবে।
কি কি করবেন ভিতরে (Things To Do Inside Snow Park):
- ভিতরে ঢুকে বিভিন্ন গেমিং অ্যাক্টিভিটি সেগুলি অগুনতিবার খেলতে পারবেন।
- বাস্কেটবল, কৃত্রিম ইগলু, স্কেটিং ইত্যাদি গেম গুলি উপভোগ করতে পারবেন।
- ভিতরে খুব ঠান্ডা তাই ১ ঘন্টা থাকলে বছরভোর আপনার শরীর না হলেও মন এর জেরে ঠান্ডা থাকবে তা বলার অপেক্ষা রাখে না।
বিঃদ্রঃ – এখানে যাওয়ার আগে একজোড়া ভালো মোজা কিনে নেবেন। সেখান থেকে বরফে যাওয়ার জুতো দিলেও মোজা দেবে না। অগত্যা সেখান থেকে ৩০ টাকা দিয়ে কিনতে হবে।