Offbeat

IRCTC Destination Alert : রেলের দুর্দান্ত পরিষেবা! ঘুমিয়ে গেলে মিস হবে না স্টেশন

Advertisement
Advertisements

IRCTC Destination Alert : ট্রেনে যাত্রা করতে উঠলেই কার্যত ঘুম পেয়ে যায়। দূরপাল্লার ট্রেন তো বটেই সাধারণ লোকাল ট্রেনে চাপলেও ঠিক একই রকম সমস্যা হয়। এর ফলে নির্দিষ্ট স্টেশন (Station) বারংবার মিস হয়ে যায়। কিন্তু জানেন কি এবার ট্রেনে উঠে নিজের ইচ্ছা মতো ঘুমাতে পারবেন। কারণ ভারতীয় রেল মন্ত্রক (Indian Railway) নতুন অ্যালার্মে’র সুবিধা চালু করেছে। যাতে যাত্রীরা তাদের স্টেশন মিস না করে। এই পরিষেবার সাহায্যে, গন্তব্যে পৌঁছানোর আগে যাত্রীরা অ্যালার্ম হিসাবে একটি কল ও মেসেজ পাবেন। এই সতর্কতার ফলে তাদের কখনই স্টেশন মিস হবে না।

IRCTC Destination Alert : রেলের দুর্দান্ত পরিষেবা! ঘুমিয়ে গেলে মিস হবে না স্টেশন

আসুন এবার সেই পরিষেবা সম্পর্কে খুঁটিনাটি তথ্য জেনে নেওয়া যাক –

  • পরিষেবার নাম – ডেস্টিনেশন অ্যালার্ট সিস্টেম (IRCTC Destination Alarm)
  • কখন এই পরিষেবা পাবেন – রাতের ট্রেনে অর্থাৎ রাত ১১টা থেকে সকাল ৭ টা পর্যন্ত এই পরিষেবা পাবেন সকলে।
  • এই পরিষেবাতে কি কোনোরকম অতিরিক্ত মূল্য দিতে হবে- হ্যাঁ উপরিউক্ত পরিষেবা নিতে গেলে মেট্রো শহরে ১.২০ টাকা ও নন-মেট্রো শহরগুলিতে ২ টাকা দিতে হবে। পাশাপাশি মেসেজের জন্য ৩ টাকা চার্জ করা হবে।
  • কিভাবে পরিষেবা পাওয়া যাবে – এই পরিষেবা সেট করার পর, আপনার গন্তব্যস্থলে পৌঁছানোর ২০ মিনিট আগে এসএমএস এবং ফোনকল করে আপনাকে সতর্ক করে দেওয়া হবে।

IRCTC Destination Alert : রেলের দুর্দান্ত পরিষেবা! ঘুমিয়ে গেলে মিস হবে না স্টেশন

এবার দেখে নিন ডেস্টিনেশন অ্যালার্ট সিস্টেম (IRCTC Destination Alert) কিভাবে চালু করবেন –

  1. প্রথমে আপনাকে IRCTC হেল্পলাইন নম্বর ১৩৯-এ কল করতে হবে।
  2. কল রিসিভ করে আপনাকে নিজের ভাষা নির্বাচন করতে হবে।
  3. তারপর ওয়েকআপ ডেস্টিনেশন অ্যালার্টের জন্য প্রথমে ৭ এবং তারপর ২ নম্বর প্রেস করতে হবে।
  4. এরপর আপনার ১০ সংখ্যার PNR নম্বর লিখুন এবং ১ প্রেস করে নম্বরটি নিশ্চিত করুন।
  5. এরপর আপনি কোথায় যাবেন সেই গন্তব্য সেট করতে হবে।
  6. সব হয়ে গেলে আপনার গন্তব্যের স্টেশন পৌঁছনোর ২০ মিনিট আগে আপনাকে এসএমএস এবং ফোনকলের মাধ্যমে সতর্ক করা হবে।
  7. মেসেজের মাধ্যমে সতর্কতা সেট করা যাবে। এর জন্য আপনাকে মেসেজ বক্সে ALERT লিখে ১৩৯ নম্বরে পাঠাতে হবে।

IRCTC Destination Alert : রেলের দুর্দান্ত পরিষেবা! ঘুমিয়ে গেলে মিস হবে না স্টেশন

পরিষেবার জন্য দরকার নির্দ্বিষ্ট টাকা তা আপনার ব্যাংক একাউন্ট থেকে কেটে নেওয়া হবে।