Offbeat

মাত্র ৬ ঘণ্টা ৩০ মিনিটে হাওড়া থেকে পুরী! জানুন কোন কোন স্টেশনে দাঁড়াবে বন্দে ভারত এক্সপ্রেস

Advertisement
Advertisements

মাত্র সাড়ে ছয় ঘন্টায় হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি এখন পৌঁছে যাওয়া সম্ভব। অসম্ভবকে সম্ভব করেছে রাজ্যের প্রথম বন্দে-ভারত এক্সপ্রেস। তবে প্রথম গিয়ে এবার দ্বিতীয় বন্দে-ভারত এক্সপ্রেসের ট্রায়াল সফল হয়েছে। হাওড়া থেকে পুরী এই নতুন বন্দে-ভারত এক্সপ্রেস যাতায়াত করবে। নতুন এই ট্রেনে কি কি সুবিধা থাকবে জানেন? কোন কোন স্টেশনে দাঁড়াবে এই ট্রেন? চলুন রাজ্যের দ্বিতীয় বন্দে-ভারত এক্সপ্রেস সম্পর্কে আপনাদের খুঁটিনাটি জানিয়ে দেওয়া যাক।

মাত্র ৬ ঘণ্টা ৩০ মিনিটে হাওড়া থেকে পুরী! জানুন কোন কোন স্টেশনে দাঁড়াবে বন্দে ভারত এক্সপ্রেস

১) সপ্তাহে তিনদিন অর্থাৎ সোমবার, বুধবার ও শুক্রবার এই ট্রেন চলাচল করবে।

২) ট্রেনের মধ্যে যাত্রীদের নিরাপত্তার কথা ভেবে মোট ১০০ টির বেশি সিসিটিভি ক্যামেরা থাকবে।

৩) প্রতিটি সিটের তলায় মোবাইল চার্জিং পয়েন্ট ও বই পড়ার জন্য রিডিং লাইটের আলাদা ব্যবস্থা থাকবে।

৪) হাওড়া-পুরীর মধ্যে চলা বন্দে ভারত এক্সপ্রেসটিতে থাকবে মোট ১৪টি কোচ।

মাত্র ৬ ঘণ্টা ৩০ মিনিটে হাওড়া থেকে পুরী! জানুন কোন কোন স্টেশনে দাঁড়াবে বন্দে ভারত এক্সপ্রেস

৫) চেয়ার কার এবং এক্সিকিউটিভ ক্লাস কোচ থাকবে। ভাড়া দুটি ক্ষেত্রেই আলাদা হবে।

৬) মাত্র দুটি স্টেশন অর্থাৎ খড়গপুর ও ভদ্রক স্টেশনে দাঁড়াবে। যদিও পরে অন্য কোনো স্টেশন বাড়তে পারে।

৭) খাবারে থাকবে ওয়েলকাম ড্রিঙ্কস ও স্নাক্স দেওয়া হবে।

৮) হাওড়া থেকে সকাল ৬টা ১০ মিনিটে যাত্রা শুরু করবে। ৫০০ কিলোমিটার অতিক্রম করে দুপুর ১২টা ৩৫ মিনিটে পুরীতে পৌঁছে যাবে। ৬ ঘণ্টা ২৫ মিনিটে আপনি চলে যাবেন কলকাতা থেকে পুরী।

মাত্র ৬ ঘণ্টা ৩০ মিনিটে হাওড়া থেকে পুরী! জানুন কোন কোন স্টেশনে দাঁড়াবে বন্দে ভারত এক্সপ্রেস

তবে অনেকেই ট্রেনের ভাড়া জানতে আগ্রহী। আপনাদের বলি, অন্য ট্রেনের তুলনায় কিন্তু বন্দে-ভারত এক্সপ্রেসের ভাড়া তুলনামূলক বেশি। তবে এই ট্রেনে কতটাকা ভাড়া সেটা যদিও জানা সম্ভব হয়নি। অনলাইনে বাড়ি বসে IRCTC মাধ্যমে সাধারণ মানুষ টিকিট কাটতে পারবেন। বর্তমানে দেশে মোট ১৪ টি রুটে ‘বন্দে ভারত এক্সপ্রেস’ চলছে।