×
Offbeat

বাড়িতে সাপের উৎপাতে নাজেহাল? আজই লাগান এই গাছ, ত্রিসীমানায় আসবে না একটিও সাপ

সাপ আমাদের সবসময়ই ভয়ের কারণ বলা যায়। বাড়িতে হিক কিংবা বাইরে এই সরীসৃপ জীব টিকে পছন্দ করেনা সব ধরণের মানুষ। আয়েদিন সাপের কামড়ে মৃত্যুর খবর আসে আমাদের সামনে। বাংলার অনেক জায়গায় সাপ সম্পর্কে সঠিক জ্ঞান ও নেই মানুষের মধ্যে। কিন্তু আমরা কার্বলিক অ্যাসিড কিংবা বিভিন্ন ধরণের পদ্ধতি ব্যবহার করে নিজের বাড়ির থেকে দূরে রাখি সাপকে।

ADVERTISEMENT

তবে আজ আপনাদের এমন কিছু গাছের নাম বলবো যা বাড়িতে রাখলে সাপ থাকবে দূরে। বিশ্বাস না হলেও কিছু ক্ষেত্রে তার প্রমাণিত করা সম্ভব হয়েছে। তাহলে চলুন দেখে নেওয়া যাক।

১) সর্পগন্ধা গাছ যদি আপনি নিজের বাড়িতে রোপন করতে পারেন তাহলে কোনোভাবেই সাপ আপনার বাড়িতে আসতে পারবে না। তবে এর কিন্তু কোনো বৈজ্ঞানিক ভিত্তি পাওয়া যায়নি।

২) লেমন গ্রাস বিশেষ এক ধরণের ঔষধি গাছ। যা আপনার বাড়িতে থাকলে নাকি সাপ আসে না। তাই অনায়েসেই দেখতে পারেন।

৩) মগবোর্ট গাছ যদিও আগাছা ধরণের গাছ। তবে অনেকেই বলেছেন এই গাছের গন্ধে সাপ আসতে পারে না।

৪) সোসাইটি গার্লিক গাছ মূলত ঘাসের মতো দেখতে হয়। এক ফউট মতো লম্বা হয় এই গাছ। সোসাইটি গার্লিক বাড়িতে থাকলে সাপ কাছে আসতে পারে না।

৫) রসুনের উগ্র গন্ধ সাপ সহ্য করতে পারে না। তাই এই রসুন গাছ বাড়িতে অবশ্যই রাখুন সাপের উপদ্রপ থেকে মুক্তি পেতে।