Offbeat

ইন্টারভিউ প্রশ্নঃ কি না থাকলে মেয়েদের কোনোদিন বিয়ে হয় না? উত্তর দিতে গিয়ে মাথায় হাত সকলের!

Advertisement

Interview Questions: অনেকেই ইন্টারভিউ (Interview) শব্দটি শুনলেই খুব নার্ভাস হয়ে যান। লিখিত পরীক্ষার পরে এই ইন্টারভিউ একটা বিরাট কঠিন ব্যাপার মনে হয়। ছোট রুমের মধ্যে অনেকে বসে কার্যত একের পর এক প্রশ্নবান আপনার দিকে ধেয়ে আসবে। বই নয় বরং বুদ্ধি ও সাধারণ জ্ঞানের মধ্যে দিয়েই এই ইন্টারভিউতে আপনি করতে পারেন কামাল। ইন্টারভিউতে যে ধরণের প্রশ্ন জিজ্ঞেস করে নিশ্চয়ই সে সম্পর্কে আপনারা অবগত আছেন। কেমন প্রশ্ন হবে তা আপনারা নিশ্চয়ই জানতে আগ্রহী থাকেন? সেই কারণেই ইন্টারভিউতে জিজ্ঞেস করা সবথেকে জনপ্রিয় ১০টি প্রশ্ন ও তার উত্তর নিয়ে হাজির হয়েছি আমরা এই প্রতিবেদনে।

১) JAXA কি?

  • উত্তর : JAXA অর্থাৎ Japan Aerospace Exploration Agency যা জাপানের মহাকাশ গবেষণা কেন্দ্র।

২) সম্প্রতি মধ্যপ্রদেশের কি G. I ট্যাগ পেয়েছে?

  • উত্তর – ওই রাজ্যের গোল্ড চিত্রকলা।

৩) ক্যারেট কিসের একক?

  • উত্তর – হীরে বা সোনা মাপার এককের নাম ক্যারেট।

৪) RAPIDX কি?

  • উত্তর – ভারতের প্রথম সেমি-হাইস্পিড রিজিওনাল রেল পরিষেবা।

৫) ভারতে তৈরী প্রথম ন্যাশনাল পার্ক কোনটি?

  • উত্তর – জিম করবেট (নৈনিতালে)

৬) বর্তমান ভারতের রাজ্যের মুখ্যমন্ত্রীদের মধ্যে সবথেকে ধনী কে?

  • উত্তর – অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগমোহন রেড্ডি।

৭) সৌরজগতের সবচেয়ে উষ্ণতম ও শীতলতম গ্রহের নাম কি?

  • উত্তর – উষ্ণতম গ্রহ শুক্র ও শীতলতম গ্রহ ইউরেনাস।

৮) কী না থাকলে কোনোদিন মেয়েদের বিয়ে হয় না?

  • উত্তর – মেয়েদের বিয়ে করবার ইচ্ছা না থাকলে।

৯) দেশের সবথেকে প্রথম ইতিহাস সৃষ্টিকারী জলের তলা দিয়ে মেট্রো পরিষেবা কোথায় চালু হবে?

  • উত্তর – কলকাতায়। এসপ্ল্যানেড থেকে হাওড়া যাবে সম্পূর্ণ গঙ্গার নিচ দিয়ে।

১০) পশ্চিমবঙ্গের সবচেয়ে ছোট প্রতিবেশী দেশের নাম কি?

  • উত্তর – ভুটান।