Offbeat

Interview Question : স্ত্রীরা স্বামীদের কোন জিনিসটি খেতে ভালোবাসে?

জীবনে চলার পথে নিত্যদিন নানান ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হয় আমাদের। আর সেই সমস্ত প্রশ্নের উত্তর জানার জন্য ভরসা রাখতে হবে সাধারণ জ্ঞান সম্পর্কিত নানান বইতে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে যেমন গুরুত্ব রয়েছে সাধারণ জ্ঞানের ঠিক তেমনই চাকরির পরীক্ষাতেও প্রাধান্য দেওয়া হচ্ছে সাধারণ জ্ঞান সম্পর্কিত নানান প্রশ্ন উত্তর গুলিতে। তাই ভালোভাবে এ ধরনের প্রশ্ন উত্তরের অধ্যয়ন করা উচিত।

Humppy.com নিত্যদিন আপনাদের জন্য নানান ধরনের সাধারণ জ্ঞান সম্পর্কিত প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়। আজও সেই রেশ বজায় রেখে চলে এসেছি আমরা। আজকের প্রতিবেদনে তুলে ধরা হলো বেশ কয়েকটি সাধারণ জ্ঞান সম্পর্কিত প্রশ্ন উত্তর। তাহলে চলুন আর দেরি না করে সেদিকে চোখ বুলিয়ে নেওয়া যাক।

1) কোন দেশের সঙ্গে মৌ স্বাক্ষর করল ভারত?

উত্তর: জাহাজ তৈরির সহযোগিতার ওপর কেনিয়ার সঙ্গে মৌ স্বাক্ষর করল ভারত।

2) 100% ইথানল চালিত গাড়ি লঞ্চ করলেন কে?

উত্তর: নীতিন গাদকরি

3) কোন রাজ্য পেল GI Tag?

উত্তর: আসাম

4) কোন শ্রেণীর পঠন-পাঠনের সঙ্গে যুক্ত হতে চলেছে ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল বিষয়?

উত্তর: সপ্তম

5) FIDC এর চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন কে?

উত্তর: উমেশ রেভাঙ্কা

6)বলুন তো দেখি Centuary Mattress কোম্পানির নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে?

উত্তর: পি ভি সিন্ধু

7) স্ত্রীরা স্বামীদের কোন জিনিসটি খেতে ভালোবাসে?

উত্তর: মাথা (বিভ্রান্ত করার জন্য এমন প্রশ্ন করা হয়)।