Interview Question : মেয়েদের কোন জিনিসটি বার বার ধুলেও পরিষ্কার হয় না?

বর্তমান সময়ে দাঁড়িয়ে মেয়েরা বলুন বা ছেলেরা সকলেরই স্বপ্ন হল শিক্ষিত হয়ে বড় পদে চাকরি করে স্বাবলম্বী হওয়া। আর তাই তারা পড়াশোনা করে নিজের যোগ্যতা অনুযায়ী চাকরি খুঁজে নেয়। তবে, চাকরি পেতে সাধারণভাবেই আগে থেকে প্রস্তুতি নিতে হয়।
আর প্রস্তুতি বলতে শুধুমাত্র পুঁথিগত বিদ্যাই নয়। চাকরির পরীক্ষায় জয় লাভ করতে হলে বইয়ের পাশাপাশি বর্তমান ঘটনা সম্পর্কেও জানতে হয়। লিখিত পরীক্ষায় পাশ করার পর ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়।
আর সেখানেই তাদেরকে এমন কিছু প্রশ্ন করা হয় যা শুনে অনেকেই অবাক হয়ে যান। আবার কোনো কোনো প্রশ্ন শুনে প্রার্থীরা আবার ঘাবড়ে যান। আসলে এই প্রশ্ন গুলি করে প্রার্থীর উপস্থিত বুদ্ধি যাচাই করা হয়। কিন্তু সেই প্রশ্নগুলি কি কি তা জেনে নেওয়া যাক
১. কোথায় নীল গোলাপ পাওয়া যায়?
- জাপান দেশে পাওয়া যায়।
২. দই খেয়ে কোনো ব্যক্তি কি অসুস্থ হতে পারে?
- দই সহ মাছ খেয়ে একজন ব্যক্তি অসুস্থ হতে পারে।
৩. চাঁদের আনুমানিক ওজন কত?
- ৮১ বিলিয়ন টন।
৪. সবচেয়ে বেশি সোনা আছে কোন দেশে?
- আমেরিকায় সবচেয়ে বেশি সোনা আছে।
৫. আমেরিকায় কয়টি রাজ্য রয়েছে?
- ৫০টি রাজ্য আছে।
৬. ভারতের কোথায় হীরার খনি রয়েছে?
- মধ্যপ্রদেশের পান্না জেলায় হীরার খনি আছে।
৭. বিশ্ব অঙ্গ দান দিবস কবে পালন করা হয়?
- ১৩ আগস্ট
৮. 69th Nehru Trophy Boat Race আয়োজিত হল কোথায়?
- কেরালা
৯. কোন দেশের পার্লামেন্টের থেকে মায়রা গ্রোভার Empowered Women Icon Award পেল?
- যুক্তরাজ্য (UK)
১০. কোন দেশের জাকার্তা বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তকমা পেল?
- ইন্দোনেশিয়া
১১. মেয়েদের কোন জিনিসটি বার বার ধুলেও পরিষ্কার হয় না?
- মন। মন এমন এক জিনিস যা হাজার বার ধুলেও পরিষ্কার হয় না (বিভ্রান্ত করার জন্য এমন প্রশ্ন করা হয়)।