Interview Question : মেয়েদের কোন জিনিসটি বার বার ধুলেও পরিষ্কার হয় না?

Interview Questions: চাকরির ইঁদুর দৌড়ে একে অপরকে টেক্কা দিয়ে চলেছেন বর্তমান প্রজন্ম। কেউ সরকারি চাকরি পাওয়ার জন্য একের পর এক পরীক্ষায় বসছেন। তো কেউ আবার বেসরকারি কাজেই খুশি। তবে চাকরি পাওয়ার আগে কমবেশি সকলকেই দিতে হয় ইন্টারভিউ। ইন্টারভিউতে (Interview) যে কেবলমাত্র পুঁথিগত বিষয় নিয়ে প্রশ্ন করা হয় এমনটা কিন্তু নয়। কখনো কখনো পারিপার্শ্বিক ও জীবন সম্পর্কিত এমন অনেক প্রশ্ন করা হয়, যা শুনে অনেকেই ঘাবড়ে যান। আসলে চাকরিপ্রার্থীর বুদ্ধি কতটা সেটা পরীক্ষা করার জন্যই এমন বেশ কিছু প্রশ্ন জিজ্ঞাসা করা হয় ইন্টারভিউতে (Interview Questions)।
1) চলতি বছর মোট কত লক্ষ কোটি টাকার জিএসটি সংগ্রহ করা হয়েছে?
উত্তর : 1.65 লক্ষ্য কোটি টাকা জিএসটি সংগ্রহ করা হয়েছে চলতি বছর।
2) জানেন কী Most Billionaire MLA’s তালিকায় একেবারে শীর্ষস্থানে রয়েছে কোন রাজ্য?
উত্তর : Most Billionaire MLA’s তালিকায় একেবারে শীর্ষস্থানে রয়েছে কর্ণাটক।
3) “Kargil: Ek Yatri Ki Jubani” বইটি লিখেছেন কে?
উত্তর : এই বইটি লিখেছেন ঋষি রাজ।
4) Vertical University Campus তৈরি হতে চলেছে কোন রাজ্যে?
উত্তর : ভারতে প্রথম Vertical University Campus তৈরি হতে চলেছে মহারাষ্ট্রে। এই ক্যাম্পাস তৈরি হবে মুম্বাই এবং থানেতে। সূত্রের খবর, জায়গার ঘাটতি থাকার কারণে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে সরকার।
5) বলুন তো দেখি মাইক্রোসফট ইন্ডিয়ার নতুন কর্পোরেট ভাইস প্রেসিডেন্ট কে?
উত্তর : বর্তমানে মাইক্রোসফট ইন্ডিয়ার কর্পোরেট ভাইস প্রেসিডেন্ট পুনিত চন্দক।
6) মেয়েদের কোন জিনিসটি বার বার ধুলেও পরিষ্কার হয় না?
উত্তর : মন। মন এমন এক জিনিস যা হাজার বার ধুলেও পরিষ্কার হয় না (বিভ্রান্ত করার জন্য এমন প্রশ্ন করা হয়)।