Interview Question : স্বামীর কোন জিনিসটি মোটা হলে স্ত্রীরা খুব খুশি ও সুখী হয়?

সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে চাকরিপ্রার্থীদের সংখ্যা। আসলে বর্তমানে তরুণ প্রজন্ম পড়াশোনা শেষ করেই চাকরির খোঁজ শুরু করে দিচ্ছেন। কেউবা খুঁজছেন সরকারি চাকরি তো কেউ আবার বেসরকারি। তবে চাকরি যাই হোক না কেন কমবেশি সকলকেই ইন্টারভিউ পর্বের মুখোমুখি হতে হয়। আর এতেই সমস্যায় পড়ছেন বর্তমান প্রজন্ম। আসলে চাকরির পরীক্ষা হোক কিংবা ইন্টারভিউ সর্বত্রই প্রাধান্য দেওয়া হচ্ছে সাধারণ জ্ঞান সম্পর্কিত নানান প্রশ্ন উত্তরে।
বর্তমান সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে পুঁথিগত বিদ্যার পাশাপাশি প্রয়োজন সাধারণ জ্ঞান। আসলে চাকরির ইন্টারভিউতে নানান ধরনের সাধারণ জ্ঞান সম্পর্কিত প্রশ্ন করা হয়ে থাকে চাকরিপ্রার্থীদের। সঠিক উত্তর জানা না থাকলেই বিপদ। তাই চাকরিপ্রার্থীদের যাতে কোনোভাবে কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে না হয় সে কারণে নিত্যদিন নানান ধরনের সাধারণ জ্ঞান সম্পর্কিত প্রশ্ন উত্তর নিয়ে হাজির হই আমরা। আজও চলে এসেছি। তাহলে চলুন চোখ বুলিয়ে নেওয়া যাক বেশ কিছু প্রশ্ন উত্তরে।
1) কোথায় তৈরি হচ্ছে ভারতীয় সেনাবাহিনীর নতুন সদর দপ্তর?
- উত্তর: নয়াদিল্লি
2) সম্প্রতি কোন ব্যাঙ্কের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল?
- উত্তর: IndusInd Bank
3) কোন কোম্পানি পেল এশিয়ান গেমসের জন্য ভারতীয় দলের আনুষ্ঠানিক স্পন্সারশিপ?
- উত্তর: Amul
4) সেন্ট্রাল রেলওয়ের প্রিন্সিপাল চিফ অপারেশন ম্যানেজারের নাম কী?
- উত্তর: শ্যামসুন্দর গুপ্ত
5) G20 সম্মেলনে মোট কয়টি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে?
- উত্তর: অতিথি দেশ হিসেবে G20 সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে মোট 9 টি দেশকে।
6) কোন শহরে সংঘটিত হতে চলেছে ইন্ডিয়া ড্রোন শক্তি 2023?
- উত্তর: গাজিয়াবাদ
7) কবে পালিত হয় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস?
- উত্তর: 8 th সেপ্টেম্বর
8) স্বামীর কোন জিনিসটি মোটা হলে স্ত্রীরা খুব খুশি ও সুখী হয়?
- উত্তর: ইনকাম (বিভ্রান্ত করার জন্য এমন প্রশ্ন করা হয়)।