Interview Question : মেয়েদের শরীরের কোন জিনিসটি খুব তাড়াতাড়ি বের হয়?

সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন? আপনার স্বপ্ন সরকারি দফতরে কাজ করার। IAS বা IPS হবার মতো দেশের প্রথম শ্রেণীর চাকরিও চোখে স্বপ্ন নিয়ে থাকেন অনেকে। সব মিলিয়ে এসব গুলির জন্য দরকার উপযুক্ত অধ্যায়। শুধুমাত্র কিছু বই পড়লেই আপনি চাকরির জন্য সম্পূর্ণভাবে তৈরী হতে পারবেন না। তার জন্য দরকার বুদ্ধি ও পৃথিবীর বুঁকে ঘটে যাওয়া কিছু সাধারণ জ্ঞানের। যেকোনোও চাকরির পরীক্ষার ক্ষেত্রে পুঁথিগত বিদ্যার পাশাপাশি পাস করতে হয় ইন্টারভিউ রাউন্ডেও। তাই সেই সময়ে দরকার সাধারণ জ্ঞানের। কিন্তু অনেক পরীক্ষার্থীই এই ধরনের প্রশ্নের উত্তর দিতে সক্ষম হয় না। তাই আজ আমরা আপনার জন্য ১০টি এমন প্রশ্ন ও উত্তর নিয়ে হাজির হয়েছি যা না জানলে অনেকটাই পিছিয়ে পরবেন।
১) কোন দিনটি ভারতে আয় কর দিবস হিসাবে পালন করা হয়?
উত্তর – ২৪ শে জুলাই।
২) আর্জেন্টিনা নতুন হেলিকপ্টার কেনার জন্য কাদের সাথে চুক্তি করলো?
উত্তর – হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড।
৩) কনস্ট্রাকশন ইনোভেশন হাব দেশের কোন রাজ্যে প্রথম তৈরী হলো?
উত্তর – কোচি কেরালা।
৪) International Myeloma Foundation -এর নতুন চেয়ারম্যান কে?
উত্তর – ভারতীয় বংশদ্ভত ডাক্তার এস. ভিনসেন্ট রাজকুমার।
৫) ইন্দোনেশিয়ার নতুন রাষ্ট্রদূত কে?
উত্তর – সন্দীপ চক্রবর্তী।
৬) আমেরিকা নেভির প্রথমে মহিলা হেড কে?
উত্তর – লিসা ফ্রানচেট্টি।
৭) BRICS BANK -এ নিযুক্ত হবার জন্য আবেদন জানালো কোন দেশ?
উত্তর – আলজিরিয়া।
৮) ফিফা মহিলা ফুটবল বিশ্বকাপ ২০২৩ আয়োজক দেশ কোনটি?
উত্তর – ভারত।
৯) UPI পেমেন্ট সিস্টেম লঞ্চ করার চুক্তি ভারত সম্প্রতি কোন প্রতিবেশী দেশের সাথে করেছে?
উত্তর – শ্রীলংকা।
১০) ভারতের প্রথম তিনটি মূল্যবান কোম্পানির তকমা পেলো কারা?
উত্তর – প্রথম – RELIANCE, দ্বিতীয় – HDFC BANK, তৃতীয় – TCS
১১) মেয়েদের শরীরের কোন জিনিসটি খুব তাড়াতাড়ি বের হয়?
উত্তর – চোখের জল (বিভ্রান্ত করার জন্য এমন প্রশ্ন করা হয়)।