Interview Question : মেয়েদের শরীরের কোন অংশটি টিপলে বড়ো হয়?
আজকের প্রতিবেদনে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু বিভ্রান্তিকর এবং জেনারেল নলেজের প্রশ্ন যা আপনার অবশ্যই জানা দরকার। এই ধরনের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে তাই দেখে নিন খুব ভালো করে।

সরকারি চাকরি কিংবা বেসরকারি চাকরির ইন্টারভিউতে এমন বেশ কিছু প্রশ্ন করা হয়ে থাকে যেগুলি শুনেই রীতিমতো হিমশিম খেয়ে যান চাকরি প্রার্থীরা। আসলে একজন চাকরি প্রার্থীর বুদ্ধি ঠিক কতটা সেটা বিচার করবার জন্যই এমন কাজটা করে থাকেন ইন্টারভিউয়াররা। তাই কেবলমাত্র পুঁথিগত বিদ্যার ভার মজবুত করলেই চলবে না আমাদের আশেপাশে ঘটে চলা বেশ কিছু প্রশ্ন-উত্তর সম্পর্কে থাকতে হবে অবগত। বলা ভালো, সাধারণ জ্ঞানের প্রশ্ন উত্তর নিয়ে করতে হবে চর্চা।
নিত্যদিনের মতোই আজকের প্রতিবেদনেও বেশ কিছু সাধারণ জ্ঞান সম্পর্কিত প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছি আমরা। তারই মধ্যে একটি প্রশ্ন হল, ভারতের কোন শহরকে বলা হয় রক্তের শহর? এই প্রশ্নটির উত্তর কিন্তু অনেকেই জানেন না। তবে অজানাকে জানতে এবং অচেনাকে চিনতে সব সময় আগ্রহ থাকে সাধারনের। পাশাপাশি বর্তমান সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলেও প্রয়োজন সাধারণ জ্ঞানের।
1) কোথায় পূর্ণ স্বাধীনতার প্রস্তাব পাস করেছিল কংগ্রেস?
- উত্তর : 1929 সালের 19 ডিসেম্বর লাহোর অধিবেশনে পূর্ণ স্বাধীনতার প্রস্তাব পাস করেছিল কংগ্রেস।
2) কবে প্রতিষ্ঠিত হয়েছে চারমিনার?
- উত্তর : 1591 খ্রিস্টাব্দে চারমিনার প্রতিষ্ঠা করা হয়। এটি নির্মাণ করেছিলেন মোহাম্মদ কুলি কুতুব শাহ।
3) কোন খাবারের সঙ্গে যুক্ত সিলভার বিপ্লব?
- উত্তর : ডিম। 1969-1978 সালের মধ্যে সংঘটিত হয়েছিল এই বিপ্লব।
4) ভাষার দিক থেকে বিচার করলে ভারতের প্রথম রাজ্য কোনটি?
- উত্তর : অন্ধ্রপ্রদেশ
5) আচ্ছা বলুন তো ভারতের কোন শহরকে বলা হয় ‘রক্তের শহর’?
- উত্তর : তেজপুর
6) মেয়েদের শরীরের কোন অংশটি টিপলে বড়ো হয়?
- উত্তর : গাল (বিভ্রান্ত করার জন্য এমন প্রশ্ন করা হয়)।