Offbeat

Interview Question : মেয়েদের শরীরের কোন অংশটি টিপলে বড়ো হয়?

আজকের প্রতিবেদনে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু বিভ্রান্তিকর এবং জেনারেল নলেজের প্রশ্ন যা আপনার অবশ্যই জানা দরকার। এই ধরনের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে তাই দেখে নিন খুব ভালো করে।

সময়ের সঙ্গে সঙ্গে জনপ্রিয়তা বাড়ছে সাধারণ জ্ঞান সম্পর্কিত প্রশ্ন উত্তরের। আসলে বর্তমান সময় চাকরির ইন্টারভিউতে সাধারণ জ্ঞান কিংবা কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে প্রশ্ন করা হয়ে থাকে চাকরিপ্রার্থীদের। একজন চাকরি প্রার্থীর মধ্যে উপস্থিত বুদ্ধি ঠিক কতটা সেটা যাচাই করে নেওয়ার জন্যই এ ধরনের প্রশ্ন করে থাকেন ইন্টারভিউইয়াররা। আর এতেই সমস্যায় পড়তে হয় তরুণ প্রজন্মকে।

Humppy আপনাদের জন্য নিত্যদিন সাধারণ জ্ঞানের প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়। আজও কিন্তু পুরনো সেই রেশ বজায় রেখে চলে এসেছি আমরা। তাহলে চলুন আজকের প্রশ্ন-উত্তর পর্বে চোখ বুলিয়ে নেওয়া যাক।

1) কোথায় লঞ্চ করা হল Annapurna Food Packet Scheme?

উত্তর : রাজস্থান

2) সন্ত রবিদাস মন্দিরের ভিত্তি স্থাপন হল কোথায়?

উত্তর : মধ্য প্রদেশ

3) কোন রাজ্য কৃষকদের দেবে 6000 টাকা?

উত্তর : কিষান কল্যাণ যোজনার আওতায় মধ্যপ্রদেশের কৃষকরা পাবেন 6000 টাকা করে।

4) UPI Chalega 3.0 ক্যাম্পেইন লঞ্চ করলো কে?

উত্তর : NPCI (National Payments Corporation Of India)

5) ভারতের বৃহত্তম নদীর নাম কি?

উত্তর : নীলনদ

6) ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি কলা উৎপন্ন হয়?

উত্তর : অন্ধপ্রদেশ

7) Aditya-L1 মিশন লঞ্চ করল কোন দেশ?

উত্তর : ভারত। সূর্যকে প্রদক্ষিণ করার জন্যই লঞ্চ করা হয়েছে এই মিশন।

8) মেয়েদের শরীরের কোন অংশটি টিপলে বড়ো হয়?
উত্তর : গাল (বিভ্রান্ত করার জন্য এমন প্রশ্ন করা হয়)