Offbeat

Interview Question : মহিলাদের শরীরের কোন অঙ্গের চুল পুরুষদের পছন্দ নয়?

ভালো চাকরি পেতে গেলে প্রয়োজন পুঁথিগত বিদ্যার। ছোট থেকেই এ কথা শুনে বড় হয়েছি আমরা। তবে সত্যিই কী ভালো চাকরি পাওয়ার জন্য পুঁথিগত বিদ্যাই যথেষ্ট? বর্তমান সময়ে দাঁড়িয়ে সেটা কিন্তু একেবারেই নয়। পুঁথিগত বিদ্যার পাশাপাশি প্রয়োজন সাধারণ জ্ঞানের। হ্যাঁ ভালো চাকরি পেতে গেলে ভরপুর মাত্রায় চাই সাধারণ জ্ঞান। আসলে সরকারি চাকরি হোক কিংবা বেসরকারি, যেকোনো চাকরি পাওয়ার আগেই চাকরি প্রার্থীকে ইন্টারভিউ পর্বের মুখোমুখি হতে হয়।

পরীক্ষার্থীদের বিভ্রান্ত করার জন্য বেশ কিছু সাধারণ জ্ঞান সম্পর্কিত প্রশ্ন করে থাকেন ইন্টারভিউয়াররা। অনেকেরই সেই প্রশ্ন শুনলে মাথায় পড়ে হাত। তবে চিন্তা নেই Humppy.com আপনাদের কথা চিন্তা করে মাঝেমধ্যেই নানান ধরনের সাধারণ জ্ঞান সম্পর্কিত প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়। আজও কিন্তু তার অন্যথা হলো না।

1) NASSCOM এর চেয়ারপারসনের নাম কী?

উত্তর: রাজেশ নাম্বিয়ার।

2) কে জিতলেন Tata Steel Chess India Women’s Rapid Tournament?

উত্তর: দিব্যা দেশমুখ।

3) কাকে ‘Friendship Ambassador’ হিসেবে সম্মানিত করা হল?

উত্তর: নিরাজ চোপড়াকে সুইজারল্যান্ড এর পক্ষ থেকে সম্মানিত করা হয়েছে Friendship Ambassador হিসেবে।

4) সম্প্রতি কোন দেশে পুরোহিতের কবর আবিষ্কার করেছেন প্রত্নতত্ত্ববিদরা?

উত্তর: সম্প্রতি 3000 বছরের পুরনো পুরোহিতের কবর আবিষ্কার করেছে পেরুর প্রত্নতত্ত্ববিদরা।

5) অমিত এস তেলাং কোন পদে নিযুক্ত হয়েছেন?

উত্তর: গায়ানাতে ভারতের পরবর্তী হাইকমিশনার হিসেবে নিযুক্ত হয়েছেন অমিত এস তেলাং।

6) বলুন তো দেখি কে জিতলেন ‘Miss International 2023’?

উত্তর: প্রবীণা অঞ্জনা

7) মহিলাদের শরীরের কোন অঙ্গের চুল পুরুষদের পছন্দ নয়? 

উত্তর: চেহারাতে (বিভ্রান্ত করার জন্য এমন প্রশ্ন করা হয়)।