ইন্টারভিউ প্রশ্ন : মেয়েদের শরীরের কোন জায়গাটি সর্বদা ভেজা থাকে?
আজকের প্রতিবেদনে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু বিভ্রান্তিকর এবং জেনারেল নলেজের প্রশ্ন যা আপনার অবশ্যই জানা দরকার। এই ধরনের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে তাই দেখে নিন খুব ভালো করে।

জ্ঞানের পরিধি অতল সমুদ্র সমান। যার তল, দিক বা কিনারা খুঁজে পাননি মুনি-ঋষিরাও। তাই প্রতিটি মানুষ জ্ঞান বৃদ্ধির তাগিদে হাজার অজানাকে জানতে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ছুটে চলেছে। আবার অনেকে জ্ঞানসমৃদ্ধ করতে এবং নিজেকে সময়োপযোগী করে তোলার চেষ্টায় মত্ত রয়েছেন। বর্তমানে সোশ্যাল মিডিয়া এবং স্মার্টফোনের দৌলতে তা আরও সহজ হয়ে উঠছে।
বর্তমানের সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে প্রয়োজন সাধারণ জ্ঞান। উনিশের দশক কিংবা বিংশ শতাব্দীর প্রথম দিকে ছাত্র-ছাত্রীদের পাঠ্যসূচিতে এই সাধারণ জ্ঞানের পাঠ অন্তর্ভুক্ত থাকলেও বর্তমানে তা লাটে উঠেছে। আর এতে নিত্যদিন সমস্যার মুখে পড়তে হচ্ছে তরুণ প্রজন্মকে। আসলে বর্তমান সময় সরকারি এবং বেসরকারি চাকরির ইন্টারভিউতে পুঁথিগত বিদ্যার পাশাপাশি সমানভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে সাধারণ জ্ঞানকে। আর তা নিয়ে চর্চা না থাকায় মুশকিলে পড়ছেন বর্তমান প্রজন্ম। Humppy.com নিত্যদিন আপনাদের জন্য নিয়ে হাজির হয় নানান ধরনের সাধারণ জ্ঞান সম্পর্কিত প্রশ্ন উত্তর। আজও সেই রেশ বজায় রেখে চলে এসেছি আমরা।
1) Srettha Thavisin কোন দেশের প্রধানমন্ত্রী?
- উত্তর : থাইল্যান্ড
2) National Green Tribunal এর চেয়ার পারসন কে?
- উত্তর : বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব।
3) কোন ব্যাঙ্ক গ্রাহকদের সুবিধার্থে নয়া অ্যাপ লঞ্চ করল?
- উত্তর : Yes Bank। এই অ্যাপটির নাম ‘IRIS’।
4) ‘Drunk on Love: The life, Vision and Songs Of Kabir’ বইটির লেখক কে?
- উত্তর : বিপুল রিখি।
5) খাবার খাওয়ার পর কোন জিনিস খেলে হতে পারে মৃত্যু?
- উত্তর : চা
6) কোন দেশের প্রধান বিচারপতি বিশ্বম্ভর শ্রেষ্ঠা?
- উত্তর : নেপাল