Offbeat

Interview Question : ছেলেদের শরীরের কোন অংশটি রাতের বেলায় বেড়ে যায়?

Interview Question : বর্তমানে কলেজ পেরিয়েই চাকরির সন্ধান শুরু করে দিচ্ছেন তরুণ প্রজন্ম। কেউবা সরকারি চাকরির আশায় বসছেন একের পর এক পরীক্ষায় তো কেউ আবার বেসরকারি চাকরির মাইনেতেই খুশি থাকার চেষ্টা করছেন। তবে চাকরি সরকারি হোক কিংবা বেসরকারি যে কোনো ক্ষেত্রেই মুখোমুখি হতে হয় এই ইন্টারভিউ রাউন্ডের।

কেবলমাত্র চাকরির জন্য নয়। বর্তমানে সমাজে মাথা উঁচু করে চলার জন্য প্রয়োজন সাধারণ জ্ঞানের। নিত্যদিন আমরা নানান ধরনের সাধারণ জ্ঞানের প্রশ্ন নিয়ে হাজির হই আপনাদের জন্য। আজকেও কিন্তু সময় মতো চলে এসেছি। আজকের প্রতিবেদনে তুলে ধরা হলো বেশ কিছু সাধারণ জ্ঞানের প্রশ্ন এবং উত্তর।

1) বাল্য বিবাহের বিরুদ্ধে কোন রাজ্য নামতে চলেছে অপারেশনে?

উত্তর : বাল্য বিবাহ রুখতে চলতি বছরে শেষের দিকেই একটি অপারেশন লঞ্চ করতে চলেছে আসাম।

2) কোন দেশের সঙ্গে ইনোভেশন প্ল্যাটফর্ম প্রতিষ্ঠা করতে চলেছে ভারত?

উত্তর : খুব শীঘ্রই সুইজারল্যান্ডের সঙ্গে ইনোভেশন প্ল্যাটফর্ম প্রতিষ্ঠা করতে চলেছে আমাদের দেশ।

3) কোন দেশে 400 মিলিয়ন ডলার ইনভেস্ট করতে চলেছে AMD?

উত্তর : খুব শীঘ্রই আমাদের দেশের সঙ্গে নতুন চুক্তি করতে চলেছে আমেরিকার চিপ মেকার কোম্পানি AMD। প্রায় 400 মিলিয়ন ডলার ইনভেস্ট করবে তারা।

4) জানেন কি কোন শহর Best Student Cities 2024-এ শীর্ষস্থান দখল করেছে?

উত্তর : লন্ডন Best Student Cities 2024 শীর্ষস্থান দখল করেছে।

5) ভারতে কতগুলি খেলো ইন্ডিয়া সেন্টার তৈরি হতে চলেছে?

উত্তর : 1000 টি

6) বলুন তো বিশ্বের কোন শহরে রয়েছে 7 টি জঙ্গল সাফারি?

উত্তর : জয়পুর

7) ছেলেদের শরীরের কোন অংশটি রাতের বেলায় বেড়ে যায়?

উত্তর : চোখের কর্নিয়া (বিভ্রান্ত করার জন্য এমন প্রশ্ন করা হয়)।