Offbeat

Interview Question : মেয়েদের শরীরের কোন অংশটি সর্বদা ভেজা থাকে?

আমাদের দেশের প্রতিটি পড়ুয়াই এখন IAS ও IPS এর মতো বড়ো বড়ো সরকারি চাকরি করার স্বপ্ন দেখে। তবে এই জাতীয় সরকারি পরীক্ষায় পাস করা সহজ বিষয় নয়। এর জন্য শুধুমাত্র বই পড়াই যথেষ্ট নয়, পাশাপাশি দরকার কিছু সাধারণ জ্ঞান। তাই আজকের প্রতিবেদনে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি পরীক্ষায় আসার মতো বিশেষ কিছু প্রশ্ন। দেখে নিন একনজরে —

1. ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নামগ্যা খম্পা কোন দেশে নিযুক্ত হলেন?
Ans : সোমালিয়া।

2. কোন সরকার ডিসেম্বর মাস পর্যন্ত গরীব পরিবার গুলিকে বিনামূল্যে চিনি প্রদান করবে?
Ans : দিল্লি।

3. কোন ভারতীয় বংশোদ্ভুত মেয়ে UK PM’s Points Of Light অ্যাওয়ার্ড জিতলেন?
Ans : মোক্ষা রায়।

4. Adrian Mardell কোন কোম্পানির CEO পদে নিযুক্ত হলেন?
Ans : Jaguar Land Rover.

5. ইংল্যান্ড এর কোন প্লেয়ার দ্বিতীয় ফাস্ট বোলার হিসেবে টেস্ট ক্রিকেটে ৬০০ টি উইকেট নিলেন?
Ans : Stuart Broad.

6. কোন রাজ্য একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যান করার সিদ্ধান্ত নিলো?
Ans : আসাম।

7. নির্মলা সিথারামণ কোথায় জিএসটি ভবনের উদ্বোধন করলেন?
Ans : আগরতলা, ত্রিপুরা।

8. As The Wheel Turns বইটির লেখক কে?
Ans : রঞ্জিত প্রতাপ।

9. কোন রাজ্য Sashakt Mahila Rin Yojana লঞ্চ করলো?
Ans : হিমাচল প্রদেশ।

10. কে ICC World Cup 2023 এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন?
Ans : শাহরুখ খান।

11. মেয়েদের শরীরের কোন অংশটি সর্বদা ভেজা থাকে?
Ans : জিভ (বিভ্রান্ত করার জন্য এমন প্রশ্ন করা হয়)।

বেশিরভাগ পরীক্ষার্থীই এই ধরনের প্রশ্নের উত্তর দিতে সক্ষম হয় না। আমাদের Humppy এর এই প্রতিবেদনটি পড়ে ভালো লাগলে অবশ্যই আপনার কাছের মানুষদের সাথে ভাগ করে নেবেন।