Interview Question : মেয়েদের শরীরের সবচেয়ে উষ্ণতম অঙ্গ কোনটি?

চাকরির ইঁদুর দৌড়ে একে অপরকে টেক্কা দিয়ে চলেছে বর্তমান প্রজন্ম। সকলেই পড়াশোনা সম্পন্ন করেই হতে চাইছেন স্বাবলম্বী। আর এতেই বাড়ছে চাকরিপ্রার্থীর সংখ্যা। কেউ সরকারি চাকরির আশায় বসছেন একের পর এক পরীক্ষায় কেউ আবার বেসরকারি চাকরিতেই থাকছেন খুশি। তবে এমন অনেকেই রয়েছেন যারা একের পর এক ইন্টারভিউ দিয়েও ভালো চাকরি পাচ্ছেন না। কারণ অবশ্য একটাই, আর সেটা হল সাধারণ জ্ঞান সম্পর্কিত প্রশ্নের উত্তর না জানা।
আসলে বর্তমান সময়ে যেকোনো চাকরির ইন্টারভিউতেই পুঁথিগত বিদ্যার পাশাপাশি প্রাধান্য দেওয়া হচ্ছে সাধারণ জ্ঞান সম্পর্কিত বিভিন্ন প্রশ্নগুলিকে। একজন চাকরি প্রার্থীর আইকিউ লেভেল এবং বুদ্ধি ঠিক কতটা সেটা বিচার করার জন্যই এমন উদ্যোগ নিচ্ছেন ইন্টারভিউয়াররা। আর এতেই বাঁধছে যত বিপত্তি। অনেকেই পুঁথিগত বিদ্যার ভার মজবুত করে নিলেও সাধারণ জ্ঞান সম্পর্কে চর্চা না থাকায় পড়ছেন মুশকিলে। তবে চিন্তা নেই, নিত্যদিনের মতো আজও আপনাদের জন্য বেশ কিছু সাধারণ জ্ঞানের প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছি আমরা।
1) কোথাকার ফিল্ড ডিরেক্টর পদে নিযুক্ত হলেন সোনালী ঘোষ?
- উত্তর : আসামের কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কের প্রথম মহিলা ফিল্ড ডিরেক্টর হিসেবে নিযুক্ত হতে চলেছেন ডক্টর সোনালী ঘোষ।
2) কোন দেশের সঙ্গে নৌসেনা অনুশীলনে অংশ নিল ইন্ডিয়ান নেভি?
- উত্তর : অস্ট্রেলিয়ার সঙ্গে 5th AUSINDEX নৌসেনা অনুশীলনে অংশ নিল ইন্ডিয়ান নেভি।
3) ভারতের প্রথম মহিলা রাষ্ট্রদূত হিসেবে কোথায় নিযুক্ত হলেন গীতিকা শ্রীবাস্তব?
- উত্তর : পাকিস্তান
4) BCCI এর টাইটেল স্পন্সর হলো কোন সংস্থা?
- উত্তর : IDFC First Bank
5) কে জিতলেন Miss Earth India 2023 শিরোপা?
- উত্তর : রাজস্থানের মডেল প্রিয়ান সৈন
6) কোথায় অনুষ্ঠিত হতে চলেছে Miss World 2023?
- উত্তর : কাশ্মীর
7) একটি মেয়ের শরীরের সবচেয়ে উষ্ণ অঙ্গ কোনটি?
- উত্তর : যে কোন অংশ হতে পারে, কারণ যে অংশে রক্ত চলাচল বেশি হবে, সেই অংশটি বেশি গরম হবে।