Offbeat

Interview Question : ১৮ বছর বয়স হলে মেয়েরা কি দেওয়ার যোগ্য হয়ে ওঠে?

IAS বা IPS হবার স্বপ্ন দেখে কোটি কোটি চাকরি প্রার্থীরা। তবে দেশের সবথেকে কঠিন পরীক্ষায় পাশ করা সহজ কথা নয়। শুধুই কিন্তু বই পড়লে আপনি এই ধরণের চাকরির পরীক্ষায় সফল হতে পারবেন? না, তার জন্য দরকার বুদ্ধি ও পৃথিবীর বুকে ঘটে যাওয়া কিছু সাধারণ জ্ঞানের। যেকোনো চাকরির পরীক্ষার ক্ষেত্রে পুঁথিগত বিদ্যার পাশাপাশি পাস করতে হয় ইন্টারভিউ রাউন্ডেও। তাই সেই সময়ে দরকার সাধারণ জ্ঞানের। কিন্তু অনেক পরীক্ষার্থীই এই ধরনের প্রশ্নের উত্তর দিতে সক্ষম হয় না। তাই আজ আমরা আপনার জন্য ১০টি প্রশ্ন ও তাদের উত্তর নিয়ে হাজির হয়েছি।

১) মহিলাদের শরীরের কোন অংশ আপনি যে কোনো সময়ে ছুঁতে পারবেন?

উত্তর – ছায়া

২) ১৮ বছর হয়ে গেলে মেয়েরা কোন জিনিস দিতে পারে?

উত্তর – ভোট।

৩) বিশ্বের একমাত্র ভাসমান ডাকঘর কোন রাজ্যে অবস্থিত?

উত্তর – জম্মু-কাশ্মীর রাজ্যের ডাল লেকের উপরে।

৪) কোন মাছ উড়তে পারে?

উত্তর – উড়ুক্কু মাছ।

৫) রাজাদের সময়ে চিঠি কিংবা কোনো সংবাদ এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছানোর কাজ করতো কে?

উত্তর – পায়রা।

৬) ব্রাশ করার পেস্ট ‘Colgate’ কোন দেশের কোম্পানি?

উত্তর – আমেরিকা।

৭) বটুকেশ্বর দত্ত কোন বিখ্যাত বিপ্লবীর ছায়াসঙ্গি ছিলেন?

উত্তর – ভগৎ সিং।

৮) সবথেকে বেশি কম্পিউটার ব্যবহৃত দেশ কোনটি?

উত্তর – আমেরিকা।

৯) স্নানের পরে মেয়েদের কোন জিনিষটি ছোট হয়?

উত্তর – সাবান।

১০) নীল গ্রহ কোনটি?

উত্তর – পৃথিবী।