ইন্টারভিউ প্রশ্নঃ হাত দিয়ে কোন জিনিসকে মেয়েরা ২ ইঞ্চি থেকে ৭ ইঞ্চি বানিয়ে ফেলে?

Interview Questions: ইন্টারভিউ (Interview) নিশ্চয়ই অনেকবার দিয়েছেন। বেশ ভয়ের কিন্তু এই প্রক্রিয়া। এমনটা কি হয়েছে যে, একটি প্রশ্নের উত্তর দিতে পারেননি আর তার জন্যই কার্যত স্বপ্নের চাকরি হাত ছাড়া হয়েছে। এক্ষেত্রে পুঁথিগত বিদ্যা থাকলেই চাকরি হবে এমনটা নয়। আসলে মাঝে মাঝে চাকরিপ্রার্থীদের সাধারণ বুদ্ধি ও IQ পরিমাপ করা হয়।
ঘাবড়ে গিয়ে অনেকেই ইন্টারভিউতে জানা ও মজাদার প্রশ্নের উত্তরও দিতে পারেন না। বইয়ের বাইরের থেকে এই প্রশ্ন গুলি আপনার অবশ্যই জানা উচিত। সেরকমই কিছু বিভ্রান্তিকর এবং জেনারেল নলেজের (General Knowledge) প্রশ্ন তুলে ধরছি আমরা আজকের প্রতিবেদনে। মোট ১০টি প্রশ্ন ও উত্তর দেওয়া হলো আপনাদের জন্য
১) সূর্যের আলোতে উপস্থিত ভিটামিনের নাম কি?
- উত্তর – ভিটামিন ডি
২) এমন কোন জিনিস যা মেয়েরা হাত দিলে ২ ইঞ্চি থেকে বেড়ে ৭ ইঞ্চি হয়ে যায়?
- উত্তর – আটার নেচি থেকে রুটি বানানোর সময় (মূলত এটি বিভ্রান্ত করার জন্য প্রশ্ন)
৩) বিশ্বের সবথেকে বড়ো কৃত্রিম খাল কোনটি?
- উত্তর – সুয়েজ খাল।
৪) বায়ুমন্ডলের প্রথম স্তর কোনটি?
- উত্তর – ট্রপোস্পিয়ার বা ক্ষুব্ধ মন্ডল।
৫) শশাঙ্ক বাংলার কততম সার্বভৌম রাজা?
- উত্তর – প্রথম।
৬) পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যের রাজধানী কোনটি?
- উত্তর – চন্ডিগড়। দুটি আলাদা রাজ্যের একটি রাজধানী।
৭) রাতের বেলা উজ্জ্বল থাকে কোন গ্রহ?
- উত্তর – শুক্র গ্রহ।
৮) ভারতের ‘শেক্সপিয়ার’ কাকে বলা হয় জানেন?
- উত্তর – মহাকবি কালিদাসকে।
৯) কোন দেশের সংবিধান লিখিত নয়?
- উত্তর – ব্রিটেনের।
১০) বিধবা বিবাহ আইন পাশ হয়েছিল কবে?
- উত্তর – ১৮৫৬ সালে।