Offbeat

Interview Question : বিয়ের পর মেয়েদের কোন জিনিসটি বেড়ে যায়?

ইন্টারভিউ (Interview) এর আগেও নিশ্চয়ই অনেকবার দিয়েছেন। বেশ ভয় পান এই পক্রিয়া চলা কালীন। কি প্রশ্ন করবে আর কি উত্তর দেবেন তা অবশ্যই জানতে হবে। একটি প্রশ্নের উত্তর দিতে পারেননি। আর তার জন্যই কার্যত স্বপ্নের চাকরি হাত ছাড়া হয়েছে। এক্ষেত্রে পুঁথিগত বিদ্যা থাকলেই চাকরি হবে এমনটা নয়। আসলে মাঝে মাঝে নিজেদের বুদ্ধি ও IQ পরিমাপ করা হয়। যে কারণে ইন্টারভিউতে জানা ও মজাদার প্রশ্নের উত্তরও অনেকেই দিতে পারেন না। বইয়ের বাইরের থেকে এই প্রশ্নগুলি আপনার অবশ্যই জানা উচিত। সেরকমই কিছু বিভ্রান্তিকর এবং জেনারেল নলেজের (General Knowledge) প্রশ্ন তুলে ধরছি আমরা আজকের প্রতিবেদনে। মোট ১১ টি প্রশ্ন ও উত্তর দেওয়া হলো আপনাদের জন্য –

১) দেশের প্রথম অনলাইন গেমিং অ্যাকাডেমি চালু হচ্ছে কোন রাজ্যে?

  • উত্তর – মধ্যপ্রদেশ।

২) বিহারের মহিলা কমিশনের চেয়ার পার্সন কে?

  • উত্তর – অশ্বমেধ দেবী।

৩)জুনিয়র এশিয়ান জুডো প্রতিযোগিতায় কে সোনা পেয়েছে?

  • উত্তর – ত্রিপুরা রাজ্যের অস্মিতা দে।

৪) বর্তমানে Intergovernmental Panel On Climate Change -এর নতুন সভাপতি কে?

  • উত্তর – যুক্তরাজ্যের জিম স্কিয়া।

৫) ‘জুপিটার ৩’ কি?

  • উত্তর – Spacex কোম্পানির কমার্শিয়াল কমিউনিকেশন স্যাটেলাইট যা বিশ্বের বৃহত্তম।

৬) ‘Dr. APJ ABDUL KALAM : Memories Never Die” বইটি কার লেখা?

  • উত্তর – নাজেমা মারাইকায়ার এবং ওয়াই. এস. রাজন

৭) এবারের All India Education Summit কোথায় অনুষ্ঠিত হচ্ছে?

  • উত্তর – দিল্লি।

৮) “Doctor Aap Ke Gaon Mein” স্কিমটি লঞ্চ করলো কোন রাজ্য?

  • উত্তর – জম্মু ও কাশ্মীর।

৯) “Bal Shramik Vidya Yojana’ চালু হল কোন দেশে?

  • উত্তর – উত্তর প্রদেশে।

১০) ২০২৩ সালের India International Furniture Fair কোথায় অনুষ্ঠিত হচ্ছে?

  • উত্তর – উত্তরপ্রদেশের নয়ডা শহরে।

১১) বিয়ের পর মেয়েদের কোন জিনিসটি বেড়ে যায়?

  • উত্তর – দায়িত্ব ও কর্তব্য (বিভ্রান্ত করার জন্য এমন প্রশ্ন করা হয়)।